Indian Army Recruitment 2023: ভারতীয় সেনায় মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ C পদে নিয়োগ শুরু, ৩০ বছরের প্রার্থীরাও করুন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Indian Army Group C Recruitment 2023: যেসমস্ত চাকরিপ্রার্থীরা দেশের আর্মি বিভাগে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চান, তাদের জন্য Indian Army Western Command এর পক্ষ থেকে রয়েছে এক বিশেষ সুযোগ! সম্প্রতি তাঁরা, তাঁদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, বিভিন্ন গ্রুপ C পদে আবেদনের আমন্ত্রণ জানিয়েছেন। এখানে পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অফলাইনে আবেদন জানাতে পারবেন। নিচে আবেদন বিষয়ক সমস্ত তথ্যাদি আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা Indian Army Western Command, Ambala
Advertisement no. 1152/2/CRA
অফিসিয়াল ওয়েবসাইট indianarmy.nic.in
মোট শূন্যপদ  ৩৭ টি।
আবেদন শুরু ০৯.০৮.২০২৩
আবেদন শেষ ২৯.০৯.২০২৩

পদের নাম

Messenger

মোট শূন্যপদ :  ১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ২৯.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : চাকরি পাওয়ার পর প্রার্থীদের মাসে লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এছাড়া কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতাও পাবেন প্রার্থীরা।

চাকরির খবর : মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কোস্ট গার্ডে GD কন্সটেবল ও যান্ত্রিক পদে নিয়োগ।

পদের নাম

Cook

মোট শূন্যপদ : ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে প্রার্থীদের ভারতীয় খাবার রান্নার অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন জানাতে পারেন।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ২৯.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : চাকরি পাওয়ার পর প্রার্থীদের মাসে লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এছাড়া কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতাও পাবেন প্রার্থীরা।

চাকরির খবর : এয়ারপোর্টে মাধ্যমিক যোগ্যতায় ৯৯৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন করুন।

পদের নাম

Mazdoor

মোট শূন্যপদ :  ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ২৯.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : চাকরি পাওয়ার পর প্রার্থীদের মাসে লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এছাড়া কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতাও পাবেন প্রার্থীরা।

**এছাড়াও Lower Division Clerk (LDC), Fireman, Range Chowkidar, Gardener, Safaiwala, CSBO Grade-II ইত্যাদি বিভিন্ন বিভাগে শূন্যপদ রয়েছে, অধিক জানতে বিজ্ঞপ্তি পড়ে নিন।

আরেকটি চাকরি : ডিফেন্স কলেজে ডেটা এন্ট্রি অপারেটর ও MTS পদে কর্মী নিয়োগ, ন্যূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।

প্রার্থী বাছাই পদ্ধতি

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সবকয়টি পদের জন্য মূলত ৪ টি ধাপে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যথা-

  • লিখিত পরীক্ষা
  • প্র্যাক্টিক্যাল/ট্রেড/ফিজিক্যাল/স্কিল টেস্ট
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিক্যাল পরীক্ষা

যেভাবে আবেদন করবেন

এই শূন্যপদগুলিতে আবেদন করতে প্রার্থীদের অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির সাথে থাকা ফর্মটির প্রিন্টআউট বের করে সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপর, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ডকুমেন্টস, যেমন নিজের এডুকেশনাল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র (যদি থাকে) ও অন্যান্য ডকুমেন্টস (বিজ্ঞপ্তিতে দেখে নিন) সহ সাম্প্রতিক কালের ছবি সেল্ফ এটেস্টেড করে নিচের দেওয়া ঠিকানায় একটি মুখবন্ধ খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। মনে রাখবেন আবেদনপত্রটি যেন ২৯.০৯.২০২৩ এর আগেই পৌঁছে যায়।

**বিঃ দ্রঃ আবেদনের সময় খামের ওপরে পোস্টের নাম এইভাবে লিখবেন- “APPLICATION FORM FOR THE POST OF ____________________”. আবেদন পত্রটি সাধারণ/রেজিস্টার্ড/স্পিড পোষ্ট – যেকোনো মাধ্যমে পাঠাতে পারেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রার্থীদের যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে, সেটি হল-

“Central Recruiting Agency, HQ, PH & HP (I), Sub Area, Ambala Cantt., Distt.- Ambala, State- Haryana, PIN-13301”

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি তথা আবেদন ফর্ম :  Read Now
অফিশিয়াল ওয়েবসাইট :  Click Here

আরেকটি চাকরি : কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কবে থেকে শুরু হবে আবেদন।

মক টেস্ট : বলুন তো, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? – পরীক্ষায় আসা এমনই ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment