Coast Guard Recruitment 2023: মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কোস্ট গার্ডে GD কন্সটেবল ও যান্ত্রিক পদে নিয়োগ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Coast Guard Recruitment 2023: প্রতিবছরের মতন এবছরও The Indian Coast Guard (ICG) এর তরফে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে শূন্যপদগুলিতে আবেদনের সুযোগ। যেসমস্ত যোগ্য চাকরিপ্রার্থী এবছরের নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে Indian Coast Guard -এ নিজেদের জীবিকা তৈরির পাশাপাশি দেশ সেবায় নিযুক্ত হতে চান, তারা মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে এই প্রতিবেদনটি পড়ার পর আবেদন করতে পারেন।

নিয়োগকারী সংস্থা The Indian Coast Guard (ICG)
Advertisement no. CGEPT- 01/2024
অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in
মোট শূন্যপদ  ৩৫০ টি।
আবেদন শুরু ০৮.০৯.২০২৩
আবেদন শেষ ২২.০৯.২০২৩

পদের নাম

Navik (Domestic Branch)

মোট শূন্যপদ : ৩০ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসব চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন, তবে এই পদের জন্য আবেদন জানাতে পারেন।

বয়স সীমা : এই বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে, আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২২ বছর অর্থাৎ তাদের জন্মসাল হতে হবে 01 May 2002 থেকে 30 Apr 2006 -এর ভিতর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : নিয়োগের পর এই বিভাগের চাকুরীরত প্রার্থীদের লেভেল-৩ অনুসারে ২১,৭০০ টাকা বেসিক পে হারে বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন।

পদের নাম

Navik (General Duty)

মোট শূন্যপদ : ২৬০ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসব চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক, তারা যদি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, তবে এই পদের জন্য আবেদন জানাতে পারেন।

বয়স সীমা : এই বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে, আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২২ বছর অর্থাৎ তাদের জন্মসাল হতে হবে 01 May 2002 থেকে 30 Apr 2006 -এর ভিতর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : নিয়োগের পর এই বিভাগের চাকুরীরত প্রার্থীদের লেভেল-৩ অনুসারে ২১,৭০০ টাকা বেসিক পে হারে বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন।

পদের নাম

Yantrik

মোট শূন্যপদ : ৬০ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসব চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন, সেইসাথে Electrical/Mechanical/Electronics/Telecommunication
(Radio/Power) নিয়ে ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম ২ বছরের ডিপ্লোমা করে থাকেন তবে এই পদের জন্য আবেদন জানাতে পারেন।

বয়স সীমা : এই বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে, আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২২ বছর অর্থাৎ তাদের জন্মসাল হতে হবে 01 May 2002 থেকে 30 Apr 2006 -এর ভিতর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : নিয়োগের পর এই বিভাগের চাকুরীরত প্রার্থীদের লেভেল-৫ অনুসারে ২৯,২০০ টাকা বেসিক পে হারে বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন।

আরেকটি চাকরি : ডিফেন্স কলেজে ডেটা এন্ট্রি অপারেটর ও অন্যান্য গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, ন্যূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।

নিয়োগ পদ্ধতি

উপরিউক্ত তিনটি বিভাগের শূন্যপদগুলিতে মূলত চারটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেগুলি হল-

  1. লিখিত পরীক্ষা
  2. শারীরিক ক্ষমতা পরীক্ষা
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. মেডিকেল পরীক্ষা

**পরীক্ষার ধরণ সম্বন্ধে বিস্তারিত জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।

আবেদন পদ্ধতি

উল্লেখ্য সবকয়টি পদে আবেদনের জন্য, প্রার্থীদের অনলাইন পদ্ধতির সাহায্য নিতে হবে। এর জন্য-

  • প্রার্থীদের প্রথমে Indian Coast Guard এর অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর, ওয়েবফর্ম ফিলাপের মাধ্যমে নিজেদের যাবতীয় তথ্যাদি পূরণ করতে হবে।
  • তারপর, যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • সবশেষে, আবেদন ফি জমা করে, আবেদন করা ফর্মটির প্রিন্ট আউট কিংবা পিডিএফ আকারে নিজের মোবাইলে সেভ করে রাখতে হবে।

আবেদন ফি

উপরের সবকয়টি পদে আবেদনের জন্য Gen/ OBC/ EWS প্রার্থীদের ₹250/- টাকা ফি জমা করতে হবে, তবে SC/ST শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনোরকম ফি প্রদানের দরকার নেই।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
সরাসরি আবেদন করুন (০৮.০৯.২০২৩ থেকে) Click Here

চাকরির খবর : দিল্লি পুলিশে ৭৫৪৭ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন।

মক টেস্ট : বলুন তো, কোন জন্তু ডিম পাড়ে আবার দুধও দেয়? – বার বার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন রইলো আজকের প্রতিবেদনে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment