DSSC Recruitment 2023: Defence Services Staff College (DSSC) তে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মীদের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী বিজ্ঞপ্তিতে প্রকাশিত শেষ তারিখের মধ্যে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। কিন্তু আবেদনের আগে সর্বপ্রথম, আবেদনের বিভিন্ন শর্ত ও নিয়মাবলী অবশ্যই একজন চাকরিপ্রার্থীকে মাথায় রাখা দরকার; আজকের এই প্রতিবেদনে সেগুলি বিশেষভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Defence Services Staff College (DSSC) |
Advertisement no. | 02 Sep 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | dssc.gov.in |
মোট শূন্যপদ | ৪৪ টি। |
আবেদন শুরু | ০২.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৯.২০২৩ |
পদের নাম
Lower Division Clerk
মোট শূন্যপদ : ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেসব চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে, সেই সাথে টাইপিং জানা বাধ্যতামূলক।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৩.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : বাছাই করা প্রার্থীদের লেভেল-২ অনুসারে, ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম
Fireman
মোট শূন্যপদ : ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেসব চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক উত্তীর্ন হতে হবে, সেই সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৩.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : বাছাই করা প্রার্থীদের লেভেল-২ অনুসারে, ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবর : দিল্লি পুলিশে ৭৫৪৭ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন।
পদের নাম
Multi Tasking Staff
মোট শূন্যপদ : ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাশ।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৩.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : বাছাই করা প্রার্থীদের লেভেল-১ অনুসারে, ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে।
**এছাড়াও Cook, Civilian Motor Driver, Stenographer ও অন্যান্য আরও শূন্যপদে নিয়োগ করা হবে (বিজ্ঞপ্তি দেখে নিন)
নিয়োগ পদ্ধতি
এই পদে আবেদনকারী প্রার্থীদের মূলত দুইটি ধাপে বাছাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যথা- ১) লিখিত পরীক্ষা ও ২) স্কিল টেস্ট অথবা ফিজিক্যাল টেস্ট।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবকয়টি পদেই সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য-
- প্রথমে, বিজ্ঞপ্তিতে থাকা আবেদন ফর্মটির প্রিন্ট আউট বের করে সেটিকে ইংরেজি ভাষায় নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
- তারসাথে সেল্ফ এটেস্টেড করা ছবি ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে।
- তারপর একটি ২২ টাকার স্ট্যাম্প লাগানো খামের ওপর, যে পদে আবেদন করবেন সেটা “APPLICATION FOR THE POST OF ___________________” এইভাবে লিখতে হবে।
- সবশেষে, নিচের দেওয়া ঠিকানায় সেটিকে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা
The Commandant, Defence Services StaffCollege, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu.
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
আরেকটি চাকরি : ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৬১৬০ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।