ICG Navik GD Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে কোস্ট গার্ডে নাবিক পদে চাকরির সুযোগ, অনলাইন আবেদন চলছে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

ICG Navik GD Recruitment 2024: আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান কোস্ট গার্ড (নাবিক) পদের জন্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নাবিক পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। তাদের কাছে অনুরোধ, আপনারা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বাছাই প্রক্রিয়া ইত্যাদি যাচাই করে নিয়ে আবেদন করবেন। নিচে আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে।

কোন পদে আবেদন চলছে 

পদের নাম : নাবিক (General Duty)

মোট শূন্যপদ : এই বিভাগে মোট ২৬০ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন।

এটিও পড়ুন : IDBI Bank এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট ৫০০ টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু।

নিয়োগের বিস্তারিত তথ্য

ইন্ডিয়ান কোস্ট গার্ড (নাবিক) পদের জন্য প্রকাশিত এই ২৬০ টি শূন্যপদে নিয়োগের জন্য প্রার্থীদের প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে, তবে জাতিগত ছাড়প্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বাছাই পর্বে, লিখিত পরীক্ষা, শারীরিক ক্ষমতা পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে। দুটি ধাপে মোট ৫০ ও ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ হলে PET পরীক্ষায় ডাকা হবে এবং প্রার্থীদের ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০ বার ওঠ-বস ও ১০ বার পুশ-আপ করানো হবে। ফাইনাল মেরিটে বাছাই হওয়া প্রার্থীদের বেতন হবে লেভেল-৩ অনুসারে ২১,৭০০ টাকা+ভাতা। চাকরিরত প্রার্থীদের ভারতের যেকোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে।

আবেদন জানানোর প্রক্রিয়া

নাবিক পদে আবেদনের জন্য অনলাইন মাধ্যমে https://joinindiancoastguard.cdac.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে এবং আবেদন শেষে আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদনের জন্য ধার্য ফি

আবেদন ফি হিসেবে ৩০০ টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে তবে SC/ST শ্রেণীর প্রার্থীদের ফি জমা করার প্রয়োজন নেই।

আরেকটি চাকরি : ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

এক নজরে গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদনকারী  প্রার্থীদের যেসব তারিখগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল:

  • আবেদন শুরু- ১৩.০২.২০২৪
  • আবেদন শেষ- ২৭.০২.২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
আবেদন ফর্ম :  Apply Now

জেনারেল নলেজ : “স্বরাজ আমার জন্মগত অধিকার” -উক্তিটি কার? -দেখুন মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now