Food SI General Knowledge- বলুন তো, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? – পরীক্ষায় আসা এমনই ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিল?

ক. ১৩ বার।

খ. ১৬ বার।

গ. ১৭ বার।

ঘ. ১৯ বার।

View Answer

উঃ ১৭ বার।

২) বিশুদ্ধ জলের PH মাত্রা কত?

ক. ০

খ. ৭

গ. <৭

ঘ. >৭

View Answer

উঃ

৩) রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বছর বয়স হতে হয়?

ক. ১৮ বছর।

খ. ২১ বছর।

গ. ২৫ বছর।

ঘ. ৩০ বছর।

View Answer

উঃ ৩০ বছর।

৪) মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে?

ক. যকৃত।

খ. বৃক্ক।

গ. ফুসফুস।

ঘ. অগ্নাশয়।

View Answer

উঃ যকৃত

৫) দ্বিতীয় তরাইনের যুদ্ধ কতসালে সংঘটিত হয়?

ক. ১১৯০ সালে।

খ. ১১৯১ সালে।

গ. ১১৯২ সালে।

ঘ.

View Answer

উঃ ১১৯২ সালে।

চাকরির খবর : পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

৬) কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্প হয়?

ক. ১০০ ডিগ্রি।

খ. ১৮০ ডিগ্রি।

গ. ২১২ ডিগ্রি।

ঘ. ৩৭৩ ডিগ্রি

View Answer

উঃ ২১২ ডিগ্রি

৭) রক্ততঞ্চনে (জমাট বাঁধতে) কোন ভিটামিন প্রয়োজন?

ক. ভিটামিন A

খ. ভিটামিন B

গ. ভিটামিন D

ঘ. ভিটামিন K

View Answer

উঃ ভিটামিন K

৮) ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে?

ক. বিক্রম সারাভাই।

খ. রাকেশ শর্মা।

গ. এ. পি. জে. আব্দুল কালাম।

ঘ.

View Answer

উঃ বিক্রম সারাভাই

আরেকটি চাকরি : এয়ারপোর্টে মাধ্যমিক যোগ্যতায় ৯৯৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন করুন।

৯) বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়?

ক. ৫ই সেপ্টেম্বর।

খ. ৫ই অক্টোবর।

গ. ৫ই নভেম্বর।

ঘ. ৫ই ডিসেম্বর।

View Answer

উঃ ৫ই অক্টোবর।

১০) ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালনা করেন?

ক. বালগঙ্গাধর তিলক

খ. রাজা রামমোহন রায়।

গ. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

ঘ. জে. এ. হিকি।

View Answer

উঃ জে. এ. হিকি।

এইগুলিও পড়ুন : 

স্কলারশিপ : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে রিলায়েন্স দেবে ২ লক্ষ টাকার বৃত্তি, কিভাবে দেখুন। 

মক টেস্ট : কোন গর্ভনর জেনারেল ভারতে ডাকটিকিট প্রচলন করেন? – এমনই ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment