WBP Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে শীঘ্রই নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WBP Recruitment 2024: ৫২৯ জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল রাজ্য সরকারের তরফে। রাজ্যের মোট ২০২ টি থানায় নতুন শূন্যপদ গঠন করে এই ৫২৯ জনকে নিয়োগ করা হবে বলে খবর। যদিও আগে সরকারের তরফে ১০৫৮ টি শূন্যপদে নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল- যা কিনা বর্তমানে বিজ্ঞপ্তিতে জারি করা সংখ্যার দ্বিগুন, কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাটা অর্ধেক কমিয়ে দেওয়া হল।

চাকরির খবর : MTS পদে মোট ১৯৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন।

গত বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, সাধারণ থানা, বড় থানা ও সাইবার ক্রাইম থানা মিলিয়ে মোট ২০২ টি থানায় নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে। যেখানে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যার আবেদন খুব শীঘ্রই গ্রহণও শুরু করা হবে। সরকারের তরফে এই শূন্যপদগুলিকে তিনভাগে ভাগ করা হয়েছে, সেগুলি হল- সাধারণ থানা, বড় থানা ও সাইবার থানা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিযুক্তি দেওয়া হবে সাধারণ থানাগুলিতে। যেখানে মোট ৩৫৩ জন সাব ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ৪০ টি বড় থানায় মোট ৫১ জন সাব ইন্সপেক্টর নিযুক্ত থাকবেন। জোর দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা নিয়েও, বর্তমানে একের পর এক নিত্য নতুন পদ্ধতিতে ব্যাঙ্ক জালিয়াতির মতন সমস্যা মাথাচাড়া দিচ্ছে তাই সাইবার ক্রাইম রোধে সরকারের তরফে ১৩৫ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং তাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৩৫ টি থানায় নিযুক্ত করা হবে।

এটিও পড়ুন : ডিস্ট্রিক্ট কোর্ট অফিসে একাধিক Group D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারের তরফে ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যেই আবার ৫২৯ জন সাব ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। এই বিপুল পরিমান শূন্যপদের আবেদন গ্রহণ ঠিক কবে থেকে চালু করা হয়, সেই দিকেই মুখিয়ে এখন বাংলার লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা।

জেনারেল নলেজ : ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয়? -বিগত বছরের ১০ টি প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now