GD Constable Recruitment 2023-24: কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কবে থেকে শুরু হবে আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

SSC GD Constable Recruitment 2023-24: কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আট কেন্দ্রীয় বাহিনীর ২০২৩-২৪ সালের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতবছর ৫০,১৮৭ টি শূন্যপদে নিয়োগ করা হয়েছিল, কিছুদিন আগেই তার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয় সংস্থার তরফে। নিয়োগ প্রক্রিয়া শেষ হতেই, আবার নতুন করে পরীক্ষার তোড়জোড় শুরু হল, প্রকাশ করা হল SSC GD Constable এর নতুন দিনক্ষণ। পশ্চিমবঙ্গের বহু চাকরিপ্রার্থী প্রতিবছরই এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে, আজকের প্রতিবেদনে সেই সমস্ত প্রার্থীদের জন্য SSC GD Constable 2023-24 পরীক্ষার যাবতীয় তথ্য শেয়ার করা হল।

নিয়োগকারী সংস্থা Staff Selection Commission (SSC)
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in
মোট শূন্যপদ  ৫০,১৮৭ টি। (গত বছরের)
আবেদন শুরু ২৪.১১.২০২৩
আবেদন শেষ ২৮.১২.২০২৩
লিখিত পরীক্ষা ফেব্রুয়ারী-মার্চ ২০২৪

পদের নাম

GD Constable (General Duty)

মোট শূন্যপদ : জানানো হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারেন।

বয়স সীমা :  কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে আবেদন করতে হলে, আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৩ বছরে মধ্যে। কিন্তু যারা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকেন তারা সেভাবেই ছাড় পাবেন।

মাসিক বেতন : নিয়োগের পর এই বিভাগের চাকুরীরত প্রার্থীদের লেভেল-৩ অনুসারে ২১,৭০০ টাকা বেসিক পে হারে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন।

Constable GD এর পদগুলির তালিকা

Constable (General Duty) পদে মূলত ৮ টি বাহিনীতে নিয়োগ করা হয়ে থাকে, সেগুলি হল-

  1. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি – NIA
  2. সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স – SSF
  3. সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স – CISF
  4. সশস্ত্র সীমা বল – SSB
  5. আসাম রাইফেলস – AR
  6. ইন্দো-তিব্বতী বর্ডার পুলিশ ফোর্স – ITBP
  7. বর্ডার সিকিউরিটি ফোর্স – BSF
  8. সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স – CRPF

চাকরির খবর : মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কোস্ট গার্ডে GD কন্সটেবল ও যান্ত্রিক পদে নিয়োগ।

নিয়োগ পদ্ধতি

কেন্দ্রীয় বাহিনীর এই পদগুলিতে চাকরিপ্রার্থীদের মূলত চারটি ধাপ পেরোতে হয়-

  1. লিখিত পরীক্ষা (CBT)
  2. শারীরিক যোগ্যতা পরীক্ষা (PMT/PST)
  3. শারীরিক ক্ষমতা পরীক্ষা (PET)
  4. মেডিক্যাল পরীক্ষা

Constable GD এর লিখিত পরীক্ষার ধরণ

গত ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ার সময় থেকে GD Constable পরীক্ষায় নতুন নিয়মে লিখিত পরীক্ষা চালু করা হয়েছে। বর্তমানে মোট ৮০ টি প্রশ্ন থাকে, যার প্রতিটির মান রাখা হয় ২ নম্বর, আর প্রতিটি ভুলের জন্য .৫০ করে নেগেটিভ মার্কস ধরা হয় । মোট ১৬০ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীদের ৬০ মিনিট সময় দেওয়া হয়।

বিষয় প্রশ্ন সংখ্যা পূর্ণমান  সময়
জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ২০ টি ৪০ নম্বর ৬০ মিনিট
রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স ২০ টি ৪০ নম্বর
অংক ২০ টি ৪০ নম্বর
ইংরেজি/হিন্দি ২০ টি ৪০ নম্বর
মোট ৮০ টি  ১৬০ নম্বর

চাকরির খবর : ডিফেন্স কলেজে ডেটা এন্ট্রি অপারেটর ও MTS পদে কর্মী নিয়োগ, ন্যূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।

শারিরীক যোগ্যতা পরীক্ষার ধরণ (PMT/PST)

পরীক্ষা পুরুষ মহিলা
উচ্চতা ন্যূনতম ১৭০ সেমি (ST প্রার্থীদের ১৬২.৫ সেমি) ন্যূনতম ১৫৭ সেমি (ST প্রার্থীদের ১৫০ সেমি)
বুকের ছাতি ন্যূনতম ৮০ সেমি + ফুলিয়ে ৮৫ সেমি (ST প্রার্থীদের ৭৬+৫ সেমি) নিষ্প্রয়োজন

শারীরিক ক্ষমতা পরীক্ষার ধরণ (PET)

লিখিত পরীক্ষায় পাশ করার পর, প্রার্থীদের PMT, PET পরীক্ষায় ডাকা হয়, এতে প্রার্থীদের বাধ্যতামূলকভাবে উত্তীর্ন হতে হয়, তবে এর জন্য কোন নম্বর দেওয়া হয়না। এখানে ছেলেদের ২৪ মিনিটে ৫ কিমি দূরত্ব দৌড়োতে হয়, আর মেয়েদের ৮ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিমি দৌড়োতে হয়।

আবেদন পদ্ধতি ও ফি

পরীক্ষার্থীদের ssc.nic.in পোর্টালে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আর এতে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হয় তবে Female/SC/ST/Ex-serviceman প্রার্থীদের কোনো ফি লাগেনা। পূর্ণাঙ্গ নোটিফিকেশন প্রকাশিত হলে আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে আমাদের ‘আজকের বাংলা’ পোর্টালে। তাই সর্বদা আমাদের সাথে যুক্ত থাকুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Click Here

আরেকটি চাকরি : ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

মক টেস্ট : বলতে পারবেন, “জয় জওয়ান জয় কিষাণ” – এটি কার স্লোগান? – এমনই ১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment