Bank Recruitment 2024: IDBI Bank এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট ৫০০ টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

IDBI Bank Jr Assistant Manager Recruitment 2024: IDBI Bank এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেশের  মোট ১৪টি জোনে কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীগণ ১২.০২.২০২৪ থেকে আগামী ২৬.০২.২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব কোন যোগ্যতায় কারা কারা এই আবেদন করতে পারবেন।

কোন পদে আবেদন চলছে 

পদের নাম : Junior Assistant Manager (JAM)

মোট শূন্যপদ : এই বিভাগে মোট ৫০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। (UR- 203 টি, SC- 75 টি, ST- 37 টি, EWS- 50 টি, OBC- 135 টি, PWD- 6+5+6+5 টি)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারী প্রার্থীর বয়স যদি ৩১.০১.২০২৪ অনুসারে, ২০ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে হয় তবে তিনি আবেদন জানাতে পারবেন। এছাড়া প্রার্থীরা সরকারি নিয়মানুসারে জাতির ভিত্তিতে বয়সের ছাড় পাবেন।

জেনারেল নলেজ : স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? – কমন ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

আবেদনের বিস্তারিত তথ্য 

উপরিউক্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে, সেখানে পাশ করতে পারলে ইন্টারভিউতে ডাকা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবশেষে মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। প্রার্থীদের মোট ৪ টি বিষয়ে (রিজনিং, ইংরেজি, অংক ও জেনারেল নলেজ) MCQ টাইপের অনলাইন পরীক্ষা নেওয়া হবে সেখানে ১ নম্বরের ২০০ টি প্রশ্নের মোট ২০০ নম্বর থাকবে। এই পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘন্টা। প্রতি ৪ টি প্রশ্ন ভুলের জন্য ১ নম্বর করে কেটে নেওয়া হবে। পশ্চিমবঙ্গের Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri -এই জায়গাগুলিতে আবেদনকারীদের জন্য পরীক্ষার আয়োজন করা হবে। আপাতত ১৭.০৩.২০২৪ এই পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবেদনের জন্য ধার্য ফি 

জেনারেল প্রার্থীদের জন্য ১০০০ টাকা এবং বাকিদের জন্য ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখগুলি

এই পদে আবেদনকারী  প্রার্থীদের যেসব তারিখগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল:

  • যোগ্যতার কত অফ ডেট- ৩১.০১.২০২৪
  • আবেদন শুরু- ১২.০২.২০২৪
  • আবেদন শেষ- ২৬.০২.২০৪
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ- ১৭.০৩.২০৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন :  Apply Now

মক টেস্ট : “স্বরাজ আমার জন্মগত অধিকার” -উক্তিটি কার? -দেখুন মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now