AIATSL Recruitment 2023: এয়ারপোর্টে মাধ্যমিক যোগ্যতায় ৯৯৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

AIATSL Recruitment 2023: ভারতের অত্যন্ত সুপরিচিত একটি বিমান সংস্থা AI AIRPORT SERVICES LIMITED, যা পূর্বে Air India Air Transport Services Limited নামে পরিচিত ছিল; সম্প্রতি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সকল ভারতীয় যোগ্য চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তাদের সংস্থায় কাজে নিযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। মোট ৯৯৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, এখানে শুরু হওয়া আবেদনে কি কি শর্ত ও নিয়মাবলী রাখা হয়েছে তা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন।

নিয়োগকারী সংস্থা AI AIRPORT SERVICES LIMITED
Advertisement no. AIASL/05-03/BOM/353
অফিসিয়াল ওয়েবসাইট https://www.aiasl.in
মোট শূন্যপদ  ৯৯৮ টি।
আবেদন শুরু ৩১.০৮.২০২৩
আবেদন শেষ ১৮.০৯.২০২৩

পদের নাম

Handyman

মোট শূন্যপদ :  ৯৭১ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে এবং হিন্দি ভাষা বোঝার ক্ষমতা থাকলে আবেদন করতে পারেন।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ০১.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৮ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩১ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : চাকরি হওয়ার পর চাকরিরত প্রার্থীদের প্রতিমাসে ২১,৩৩০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবর : ডিফেন্স কলেজে ডেটা এন্ট্রি অপারেটর ও MTS পদে কর্মী নিয়োগ, ন্যূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।

পদের নাম

Utility Agent

মোট শূন্যপদ :  ২৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে হিন্দি ভাষা বোঝার ক্ষমতা থাকলে, আবেদন করতে পারেন।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ০১.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৮ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩১ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : চাকরি হওয়ার পর চাকরিরত প্রার্থীদের প্রতিমাসে ২১,৩৩০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবর : মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কোস্ট গার্ডে GD কন্সটেবল ও যান্ত্রিক পদে নিয়োগ।

প্রার্থী বাছাই পদ্ধতি

উল্লেখ্য পদগুলিতে প্রার্থীদের মূলত দুইটি ধাপের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে, যথা-

  1. শারীরিক ক্ষমতা পরীক্ষা অর্থাৎ (PET) এবং
  2. ইন্টারভিউ

যেভাবে আবেদন করবেন

এই শূন্যপদগুলিতে আবেদন করতে প্রার্থীদের অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির সাথে থাকা ফর্মটির প্রিন্টআউট বের করে সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপর, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ডকুমেন্টস, যেমন নিজের এডুকেশনাল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র (যদি থাকে) ও অন্যান্য ডকুমেন্টস (বিজ্ঞপ্তিতে দেখে নিন) সহ সাম্প্রতিক কালের ছবি নিচের দেওয়া ঠিকানায় একটি মুখবন্ধ খামে করে পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা নিজে হাতে পাঠাতে/ড্রপ বক্সে ফেলে আসতে হবে।

**বিঃ দ্রঃ আবেদনের সময় খামের ওপরে পোস্টের নাম এইভাবে লিখবেন- “POST APPLIED FOR ____________________”.  আর মনে রাখবেন, আবেদনপত্রটি যেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের শেষ তারিখ অর্থাৎ ১৮.০৯.২০২৩ এর মধ্যেই পোঁছে যায়।

আবেদন ফি

উপরের সবকয়টি পদে আবেদনের জন্য Gen/ OBC/ EWS প্রার্থীদের ₹500/- টাকা ফি “AI AIRPORT SERVICES LIMITED” এর উদ্দেশ্যে ডিমান্ড ড্রাফ্ট এর মাধ্যমে পাঠাতে হবে, তবে SC/ST/Ex-servicemen শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনোরকম ফি প্রদানের দরকার নেই।

**মনে রাখবেন, ডিমান্ড ড্রাফ্ট এর উল্টো পাশে নিজেদের নাম ও মোবাইল নম্বর লিখে দিতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রার্থীদের যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে, সেটি হল-

To,
HRD Department,
AI Airport Services Limited,
GSD Complex, Near Sahar Police Station,
CSMI Airport, Terminal-2, Gate No. 5,
Sahar, Andheri-East, Mumbai-400099.

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি তথা আবেদন ফর্ম :  Read Now
অফিশিয়াল ওয়েবসাইট :  Click Here

আরেকটি চাকরি : কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কবে থেকে শুরু হবে আবেদন।

মক টেস্ট : কোন গর্ভনর জেনারেল ভারতে ডাকটিকিট প্রচলন করেন? – এমনই ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment