রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে MTS ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ। University Staff Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

University Staff Recruitment 2023: Ghani Khan Choudhury Institute of Engineering and Technology এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় এই ইনস্টিটিউটে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কয়েকটি বিভাগে শিক্ষক ও অন্যান্য অফিসিয়াল পদে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আগামী ২৯.০৯.২০২৩ পর্যন্ত সকল ইচ্ছুক প্রার্থীরা অনলাইন আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদন সেইসমস্ত চাকরিপ্রার্থীদের সুবিধার্থে উৎসর্গিত হল।

নিয়োগকারী সংস্থা Ghani Khan Choudhury Institute of Engineering and Technology
Advertisement no. 02/2023
অফিসিয়াল ওয়েবসাইট https://www.gkciet.ac.in/
মোট শূন্যপদ  ৯ টি।
আবেদন শুরু ০৯.০৯.২০২৩
আবেদন শেষ ২৯.০৯.২০২৩

পদের নাম

Multi Tasking Staff

মোট শূন্যপদ : ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের, সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ন হতে হবে, তবে প্রার্থীদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে সুবিধা পাবেন।

বয়স সীমা : উল্লেখ্য বিভাগে আবেদন করতে হলে, আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

মাসিক বেতন : চাকরি পাওয়ার পর এই বিভাগের প্রার্থীদের সপ্তম পে-কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-১ হিসেবে, ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, সেইসাথে কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী বিভিন্ন ভাতা পেয়ে থাকবেন।

পদের নাম

Junior Assistant

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হতে হবে, সেইসাথে কম্পিউটারে নির্দিষ্ট গতিতে টাইপিং এবং মাইক্রোসফ্ট ওয়ার্ড এ কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য বিভাগে আবেদন করতে হলে, আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

মাসিক বেতন : চাকরি পাওয়ার পর এই বিভাগের প্রার্থীদের সপ্তম পে-কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-২ হিসেবে, ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, সেইসাথে কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী বিভিন্ন ভাতা পেয়ে থাকবেন।

**এছাড়াও Physics, Mathematics, Electrical Engineering, Computer Science Engineering বিভাগে Professor ও Associate Professor নিয়োগ করা হবে।

চাকরির খবর : বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।

প্রার্থী বাছাই পদ্ধতি

উল্লেখ্য পদগুলিতে চাকরি পেতে হলে প্রার্থীদের মোট ৩ টি ধাপ পেরোতে হবে। যথা-

  • লিখিত পরীক্ষা
  • স্কিল টেস্ট
  • ইন্টারভিউ

আবেদনের পদ্ধতি

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য-

  • প্রথমে, ‘https://career.gkciet.ac.in/‘ -নামক এই ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে ‘সাইন আপ’ করার মাধ্যমে প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • তারপর ‘সাইন ইন’ করে নিয়ে, অনলাইন আবেদন ফর্মটি ফিলাপ করার পর যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • সবশেষে, ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

চাকরির খবর : পশ্চিমবঙ্গের রেল ডিভিশনগুলিতে মাধ্যমিক পাশে ৩১১৫ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ।

আবেদন ফি

আবেদনের শেষ ধাপে General/ OBC প্রার্থীদের আবেদন ফি মারফৎ মোট ১৫০০ টাকা জমা করতে হবে, SC/ST প্রার্থীদের মোট ৫০০ টাকা জমা করতে হবে, তবে PWD/Women প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই।

**প্রার্থীরা চাইলে একাধিক পদে আবেদন জানাতে পারবেন, সেক্ষেত্রে তাদের আলাদা আলাদা আবেদন সম্পন্ন করতে হবে এবং ফি-ও জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন : Apply Online
অফিশিয়াল ওয়েবসাইট :  Visit Now

আরেকটি চাকরি : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৪৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন শুরু হল অনলাইনে।

মক টেস্ট : কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্ব কালে ভারতে আসেন? – ১০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now