জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
ক. গ্রাহাম বেল।
খ. আলেকজান্ডার ডাফ।
গ. টরিসেলি।
ঘ. নিউটন।
View Answer
২) বিবর্তনবাদের ধারণা টি কার?
ক. নিউটন।
খ. ডালটন।
গ. ডারউইন।
ঘ. মেন্ডেল।
View Answer
৩) ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে?
ক. তিতুমীর।
খ. সৈয়দ আহমদ।
গ. হাজী শরিয়ৎউল্লাহ।
ঘ. নুরুল উদ্দিন।
View Answer
৪) পৃথিবীর সবচেয়ে বড়ো স্বাদুজলের হ্রদ কোনটি?
ক. সম্বর।
খ. মিচিগান।
গ. হুরণ।
ঘ. সুপিরিয়র।
View Answer
৫) নিউটনের প্রথম সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায়?
ক. ভর।
খ. বেগ।
গ. জড়তা।
ঘ.।
View Answer
চাকরির খবর : বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।
৬) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানী লাভ করে?
ক. ১৭৬০ সালে।
খ. ১৭৬৫ সালে।
গ. ১৭৬৮ সালে।
ঘ. ১৭৭০ সালে
View Answer
৭) কে হান্টার কমিশন গঠন করেন?
ক. লর্ড ডাফরিন।
খ. লর্ড রিপন।
গ. লর্ড কার্জন।
ঘ. লর্ড বেন্টিঙ্ক।
View Answer
৮) পারদের কোন গুণের কারণে এটাকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়?
ক. তাপের সুপরিবাহী।
খ. ঘনত্ব বেশি।
গ. তড়িৎ সুপরিবাহী।
ঘ.
View Answer
আরেকটি চাকরির খবর : পশ্চিমবঙ্গের রেল ডিভিশনগুলিতে মাধ্যমিক পাশে ৩১১৫ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ।
৯) কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্ব কালে ভারতে আসেন?
ক. ফা-হিয়েন।
খ. হিউয়েন সাং।
গ. মেগাস্থিনিস।
ঘ. ভাস্কো দা গামা।
View Answer
১০) স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন?
ক. লর্ড ডালহৌসি।
খ. লর্ড ক্যানিং।
গ. লর্ড রিপন।
ঘ. লর্ড লিটন।
View Answer
এইগুলিও পড়ুন :
চাকরির খবর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৪৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন শুরু হল অনলাইনে।
মক টেস্ট : বলুন তো, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? – দেখুন এমনই মোট ১০ টি কমন প্রশ্ন ও উত্তর।