পশ্চিমবঙ্গের রেল ডিভিশনগুলিতে মাধ্যমিক পাশে ৩১১৫ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ। Eastern Railway Apprentice Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Eastern Railway Apprentice Recruitment 2023: Eastern Railway এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট ৩১১৫ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা, যারা রেলের শিক্ষানবিশ বিভাগে প্রশিক্ষণ নিয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তারা আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার পর, আগামী ২৭.০৯.২০২৩ তারিখ থেকে অনলাইন আবেদন জানাতে পারবেন।

নিয়োগকারী সংস্থা RRC, Eastern Railway
Advertisement no. RRC-ER/Act Apprentices/2023-24
অফিসিয়াল ওয়েবসাইট er.indianrailways.gov.in
মোট শূন্যপদ  ৩১১৫ টি।
আবেদন শুরু ২৭.০৯.২০২৩
আবেদন শেষ ২৬.১০.২০২৩

পদের নাম

Apprenticeship

মোট শূন্যপদ : ৩১১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে প্রার্থীদের অবশ্যই ITI পাশ করে থাকতে হবে।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ২৬.১০.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৭ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ২৯ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে।

প্রশিক্ষণের স্থান : প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল ডিভিশনে প্রশিক্ষণ দেওয়া হবে। যথা- হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল প্রভৃতি।

চাকরির খবর : চাকরিপ্রার্থীদের জন্য মোক্ষম সুযোগ, রাজ্যের কয়েকটি জেলায় বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগ চলছে।

প্রার্থী বাছাই পদ্ধতি

এই শিক্ষানবিশ প্রশিক্ষণের জন্য প্রার্থীদের মূলত ৩ টি ধাপে বাছাই করা হবে। যথা-

  • একাডেমিক যোগ্যতা
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল টেস্ট

Apprenticeship পদে আবেদনের পদ্ধতি

প্রথমেই জানিয়ে রাখছি, এই পদে আবেদন শুরু হবে ২৭.০৯.২০২৩ থেকে, তাই আবেদন শুরু না হওয়া পর্যন্ত আপাতত প্রার্থীদের অপেক্ষা করতে হবে। আবেদন নেওয়া হবে অনলাইনের মাধ্যমে, এর জন্য প্রার্থীদের পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট ‘er.indianrailways.gov.in’ এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীরা নিজেদের ডিভাইস কিংবা অনলাইন ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য

এই পদে আবেদনের জন্য Gen/OBC/EWS প্রার্থীদের ১০০ টাকা অনলাইন জমা করতে হবে, তবে SC/ST/PWD/Women এর অন্তর্ভুক্ত প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য জমা করতে হবেনা।

**অতিরিক্ত তথ্য জানার জন্য প্রার্থীদের  নীচের লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ার অনুরোধ রইল। 

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন (২৭.০৯.২০২৩ থেকে) : Apply Online
অফিশিয়াল ওয়েবসাইট :  Click Here

আরেকটি চাকরির খবর : বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।

মক টেস্ট : বলুন তো, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? – দেখুন এমনই মোট ১০ টি কমন প্রশ্ন ও উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now