RBI Assistant Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৪৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন শুরু হল অনলাইনে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

RBI Assistant Recruitment 2023: Reserve Bank of India (RBI) এর তরফে এবছরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল। তাঁরা প্রতিবছরই তাঁদের বিভিন্ন স্থানীয় অফিসগুলিতে Assistant পদে নিয়োগ করে থাকে। এবছর অনেকটা অপেক্ষার পর প্রকাশ করা হল নতুন এই বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী।

নিয়োগকারী সংস্থা Reserve Bank of India (RBI)
Advertisement no. Assistant-2023
অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in
মোট শূন্যপদ  ৪৫০ টি।
আবেদন শুরু ১৩.০৯.২০২৩
আবেদন শেষ ০৪.১০.২০২৩

পদের নাম

Assistant

মোট শূন্যপদ : ৪৫০ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ন হতে হবে, তবে SC/ST/PwBD প্রার্থীদের শুধুমাত্র পাশ মার্কস থাকলেই আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : RBI এর যে অফিসে আবেদন করবেন, সেই অফিস এলাকার স্থানীয় ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ০১.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ২৮ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩১ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

মাসিক বেতন : এই বিভাগে চাকুরীরত প্রার্থীদের যাবতীয় ভাতা মিলিয়ে প্রতিমাসে ₹47,849/- টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবর : বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।

প্রার্থী বাছাই পদ্ধতি

RBI এর Assistant পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মোট ৫ টি ধাপ পেরোতে হয়। যথা-

  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেইন্স পরীক্ষা
  • স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষা (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল পরীক্ষা

পরীক্ষার স্থান

এই পদে আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, যেমন- শিলিগুড়ি, আসানসোল, কলকাতা ও কল্যাণীতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।

আবেদনের পদ্ধতি

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের ‘opportunities.rbi.org.in’ -নামক এই ওয়েবসাইটে যেতে হবে, সেখানে দেওয়া অনলাইন আবেদন ফর্মটি ফিলাপ করার পর যাবতীয় ডকুমেন্টস আপলোড করে ও ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি জমা

আবেদনের শেষ ধাপে SC/ST/PwBD/EXS প্রার্থীদের মোট ৫০ টাকা+১৮ শতাংশ GST অর্থাৎ ৫৯ টাকা জমা করতে হবে, আর GEN/OBC/EWS প্রার্থীদের মোট ৪৫০ টাকা+১৮ শতাংশ GST অর্থাৎ ৫৩১ টাকা জমা করতে হবে।

**অতিরিক্ত তথ্য জানার জন্য প্রার্থীদের  নীচের লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ার অনুরোধ রইল। 

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন : Apply Online
অফিশিয়াল ওয়েবসাইট :  Visit Now

আরেকটি চাকরির খবর : পশ্চিমবঙ্গের রেল ডিভিশনগুলিতে মাধ্যমিক পাশে ৩১১৫ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ।

মক টেস্ট : বলুন তো, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? – দেখুন এমনই মোট ১০ টি কমন প্রশ্ন ও উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now