Forest Department Recruitment 2023: বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Forest Department Recruitment 2023: Indian Council of Forestry Research and Education (ICFRE) এর তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পশ্চিমবঙ্গের সকল যোগ্যপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। তাই ইচ্ছুক আবেদনকারীদের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যগুলির একটি বিভাগীয় সারাংশ সম্পূর্ণ বাংলায় সকলের উদ্দেশ্যে তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থা ICFRE-Rain Forest Research Institute
Advertisement no. 3/213//2015-Estt./Vol. XIII/
অফিসিয়াল ওয়েবসাইট https://icfre.gov.in/
মোট শূন্যপদ  ৭ টি।
আবেদন শুরু ২৯.০৮.২০২৩
আবেদন শেষ ২৯.০৯.২০২৩

পদের নাম

Lower Division Clerk (LDC)

মোট শূন্যপদ : ৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে প্রার্থীদের কম্পিউটারে টাইপ করতে জানতে হবে।

বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ২৯.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : চাকরি পাওয়ার পর প্রার্থীদের মাসে লেভেল-২ অনুসারে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এছাড়া কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতাও পাবেন প্রার্থীরা।

চাকরির খবর : এয়ারপোর্টে মাধ্যমিক যোগ্যতায় ৯৯৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন করুন।

প্রার্থী বাছাই পদ্ধতি

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সবকয়টি পদের জন্য মূলত ২ টি ধাপে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যথা-

  • লিখিত পরীক্ষা ও
  • টাইপিং টেস্ট

লিখিত পরীক্ষার সিলেবাস

উচ্চমাধ্যমিক লেভেলের মোট ১০০ টি MCQ টাইপের প্রশ্ন, যেখানে জেনারেল নলেজ, অংক, রিজনিং ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়গুলি থাকবে।

লিখিত পরীক্ষার স্থান

উল্লেখ্য পদে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আসামের ‘জোরহাট’ নামক স্থানে যেতে হবে।

আরেকটি চাকরি : ভারতীয় সেনায় মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ C পদে নিয়োগ শুরু, ৩০ বছরের প্রার্থীরাও করুন আবেদন।

যেভাবে আবেদন করবেন

এই শূন্যপদগুলিতে আবেদন করতে প্রার্থীদের অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির সাথে থাকা ফর্মটির প্রিন্টআউট বের করে সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপর, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ডকুমেন্টস, যেমন নিজের এডুকেশনাল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র (যদি থাকে) ও অন্যান্য ডকুমেন্টস (বিজ্ঞপ্তিতে দেখে নিন) সহ সাম্প্রতিক কালের ছবি সেল্ফ এটেস্টেড করে নিচের দেওয়া ঠিকানায় একটি মুখবন্ধ খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। মনে রাখবেন আবেদনপত্রটি যেন ২৯.০৯.২০২৩ এর আগেই পৌঁছে যায়।

**বিঃ দ্রঃ আবেদনের সময় খামের ওপরে পোস্টের নাম এইভাবে লিখবেন- “APPLICATION FOR THE POST OF ____________________”. (পোস্ট কোডটিও লিখবেন) আবেদন পত্রটি সাধারণ/রেজিস্টার্ড/স্পিড পোষ্ট – যেকোনো মাধ্যমে পাঠাতে পারেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রার্থীদের যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে, সেটি হল-

Director, ICFRE-Rain Forest Research Institute, Sotai Deovan, Jorhat-785010, Assam

আবেদন মূল্য

চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য ডিমান্ড ড্রাফ্ট মারফৎ Director, ICFRE-Rain Forest Research Institute, Jorhat এর উদ্দেশ্যে তাদের ব্যাঙ্ক একাউন্টে পাঠাতে হবে, তবে ST ও মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য জমা দেওয়ার দরকার নেই।

ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস

Savings Bank Account No. 393102010059274 (IFS Code: UBIN0539317), Union Bank of India, Branch Name- Jorhat.

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি তথা আবেদন ফর্ম :  Read Now
অফিশিয়াল ওয়েবসাইট :  Click Here

চাকরির খবর : রাজ্যের কয়েকটি জেলায় বিভিন্ন প্রকল্পে গ্রুপ C ও গ্রুপ D কর্মী নিয়োগ চলছে।

মক টেস্ট : বলতে পারবেন, বাংলার রূপকার কাকে বলা হয়? – জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment