Indian Military Academy Recruitment 2023: ইন্ডিয়ান মিলিটারি একাডেমি -এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য একাধিক শূন্যপদ ঘোষণা করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আগত যোগ্য চাকরিপ্রার্থীরা শূন্যপদগুলিতে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত পদ ও তাতে কিভাবে আবেদন করা যাবে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Indian Military Academy, Dehradun |
Advertisement no. | CBC-10628/11/0010/2324 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://indianarmy.nic.in/ |
মোট শূন্যপদ | ১৭ টি। |
আবেদন শুরু | ০২.০৯.২০২৩ |
আবেদন শেষ | ১৬.১০.২০২৩ |
পদের নাম
Lower Division Clerk
মোট শূন্যপদ : ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। তবে সেইসাথে প্রার্থীকে কম্পিউটারে কাজের নলেজ ও টাইপিং করতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে লেভেল-২ অনুসারে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির খবর : জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে রাজ্যে ৭৬২ টি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি, অনলাইনে করুন আবেদন।
পদের নাম
MT Driver(Ordinary Grade)
মোট শূন্যপদ : ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। তবে সেইসাথে, প্রার্থীর ২ বছরের অভিজ্ঞতা সহ গাড়ি চালানোর লাইসেন্স থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে লেভেল-২ অনুসারে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম
Cook Special
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। তবে সেইসাথে, প্রার্থীর ভারতীয় খাবার রান্নার অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে লেভেল-২ অনুসারে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
**এছাড়াও Waiter, Groundsman, MTS (Chowkidar), Groom, MTS (Messenger) পদেও শূন্যপদ রয়েছে, বিশদে জানতে নিচের লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আরেকটি চাকরি : Food SI চাকরির পরীক্ষার ধরণ, নিয়োগ পদ্ধতি, অনলাইন আবেদন সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিন।
নিয়োগ পদ্ধতি
উপরিউক্ত সকল পদগুলিতে মূলত দুইটি ধাপে নিয়োগ করা হবে-
- লিখিত পরীক্ষা ও
- স্কিল টেস্ট
আবেদন পদ্ধতি
উল্লেখিত সবকয়টি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য-
- সর্বপ্রথম, প্রার্থীদের নীচে দেওয়া আবেদন ফর্মটির প্রিন্টআউট বের করে নিতে হবে, এবং নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর,
- দুই কপি ছবি ও কাস্ট সার্টিফিকেট(যদি থাকে) ও যাবতীয় একাডেমিক ডকুমেন্টস এ সেল্ফ এটেস্টেড করতে হবে।
- তারপর, সেগুলিকে একটি খামে ভরে, তার ওপরে এইভাবে- “Application for the post of_________ ” আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।
- সবশেষে, আবেদনপত্রটিকে পোস্ট অফিসের মাধ্যমে নীচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
**মনে রাখবেন আবেদনপত্রটি আবেদনের শেষ তারিখ অর্থাৎ ১৬.১০.২০২৩ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
আবেদনের ঠিকানা
“Commandant, Indian Military Academy, Dehradun (Uttarakhand)- 248007”
আবেদন মূল্য
জেনারেল ক্যাটাগরিভুক্ত প্রার্থীদের পোস্ট অফিসে গিয়ে, Crossed Indian Postal Order (IPO) -এর মাধ্যমে, Commandant, Indian Military Academy, Dehradun -কে উদ্দেশ্য করে ৫০ টাকা পাঠাতে হবে, তবে SC/ST/OBC/EWS/PH এবং Ex-Servicemen প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
আবেদন ফর্ম : | Click Here |
বিশেষ খবর : বাড়িতে বাড়িতে খুলে ফেলা হচ্ছে ডিজিটাল মিটার, বসানো হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার।
মক টেস্ট : ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? -এছাড়াও রইলো বহুবার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন।