Food SI General Knowledge- বলতে পারবেন, “জয় জওয়ান জয় কিষাণ” – এটি কার স্লোগান? – এমনই ১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় হলেন-

ক. বিনোবা ভাবে।

খ. জে. কে. বাজাজ।

গ. মিহির সেন।

ঘ. আরতি সাহা।

View Answer

উঃ মিহির সেন।

২) কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত?

ক. উত্তর-পশ্চিম ভারত।

খ. মধ্য এশিয়া।

গ. দক্ষিণ-পশ্চিম আফ্রিকা।

ঘ. দক্ষিণ-পশ্চিম আমেরিকা।

View Answer

উঃ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা।

৩) নিউরোপ্যাথি রোগটি হয় কোন ভিটামিনের অভাবে?

ক. ভিটামিন K এর অভাবে।

খ. ভিটামিন B6 এর অভাবে।

গ. ভিটামিন B12 এর অভাবে।

ঘ. ভিটামিন C এর অভাবে।

View Answer

উঃ ভিটামিন B6 এর অভাবে।

৪) কে সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করেন?

ক. লর্ড রিপন।

খ. লর্ড কর্ণওয়ালিস।

গ. লর্ড উইলিয়াম বেন্টিংক।

ঘ.

View Answer

উঃ লর্ড উইলিয়াম বেন্টিংক

৫) একটি মৃতজীবির উদাহরণ হল-

ক. ছত্রাক।

খ. কলসপত্রী।

গ. স্বর্ণলতা।

ঘ.

View Answer

উঃ ছত্রাক।

চাকরির খবর : মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কোস্ট গার্ডে GD কন্সটেবল ও যান্ত্রিক পদে নিয়োগ।

৬) ১৮২০ এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন-

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

খ. রামমোহন রায়।

গ. ডিরোজিও।

ঘ. দ্বারকানাথ ঠাকুর

View Answer

উঃ ডিরোজিও

৭) চিংড়ির রেচন অঙ্গের নাম কী?

ক. সবুজ গ্রন্থি।

খ. রেনেট কোষ।

গ. ফ্লেম কোষ।

ঘ. সংকোচী গহ্বর।

View Answer

উঃ সবুজ গ্রন্থি।

৮) আর্সেনিক দূষকের ফলে যে রোগ দেখা যায় তার নাম-

ক. কলেরা।

খ. টাইফয়েড।

গ. ব্ল্যাকফুট।

ঘ.

View Answer

উঃ ব্ল্যাকফুট

আরেকটি চাকরি : ONGC তে ২৫০০ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় অনলাইন আবেদন করুন।

৯) পাকিস্তানে কবে স্বাধীনতা দিবস পালিত হয়?

ক. ১৪ই আগস্ট।

খ. ১৫ই আগস্ট।

গ. ১৬ই আগস্ট।

ঘ. ৪ঠা জুলাই।

View Answer

উঃ ১৪ই আগস্ট।

১০) জয় জওয়ান জয় কিষাণ” – কার স্লোগান?

ক. মহাত্মা গান্ধী

খ. ইন্দিরা গান্ধী।

গ. লাল বাহাদুর শাস্ত্রী।

ঘ. সর্দার বল্লভভাই প্যাটেল।

View Answer

উঃ লাল বাহাদুর শাস্ত্রী

মক টেস্ট : বলুন তো, কোন জন্তু ডিম পাড়ে আবার দুধও দেয়? – বার বার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন রইলো আজকের প্রতিবেদনে।

আরেকটি মক টেস্ট : বলতে পারবেন, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? – দেখে নিন পরীক্ষায় আসা ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment