IB Recruitment 2023 : ইন্টেলিজেন্স ব্যুরো-তে ৬৭৭ টি শূন্যপদে MTS ও সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

IB Recruitment 2023 SA/MT, MTS : Ministry of Home Affairs (MHA) দ্বারা একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে Intelligence Bureau (IB) -তে দুইটি বিভাগে মোট ৬৭৭ টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সংবাদপত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, তবে শীঘ্রই সংস্থার অফিসিয়াল সাইটে সেটি প্রকাশ করা হবে। সকল চাকরিপ্রার্থীদের জন্য আগামী ১৪.১০.২০২৩ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে যাবে। এই প্রতিবেদনে শূন্যপদের ধরণ, আবেদনের যোগ্যতা ও পদ্ধতি ইত্যাদি সবিস্তারে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা Intelligence Bureau (IB), Ministry of Home Affairs (MHA)
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in
মোট শূন্যপদ  ৬৭৭ টি।
আবেদন শুরু ১৪.১০.২০২৩
আবেদন শেষ ১৩.১১.২০২৩

পদের নাম

Multi-Tasking Staff (MTS)

মোট শূন্যপদ : ৩১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ১৩.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

চাকরির খবর : AIIMS কল্যাণীতে ১২০ টি শূন্যপদে বিভিন্ন গ্রুপ C কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

পদের নাম

Security Assistant (SA)- Motor Transport (MT)

মোট শূন্যপদ : ৩৬২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স ও ন্যূনতম ১ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ১৩.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-৩ অনুসারে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি

উল্লেখ্য দুটি বিভাগে মোট ৬ টি ধাপে প্রার্থীদের বাছাই করা হবে, সেগুলি হল-

  1. লিখিত পরীক্ষা (MCQ টাইপ) -উভয় পদের জন্যই।
  2. লিখিত পরীক্ষা (Descriptive টাইপ) -শুধুমাত্র MTS পরীক্ষার্থীদের জন্য।
  3. ড্রাইভিং টেস্ট (SA/MT পদের জন্য)
  4. ইন্টারভিউ
  5. ডকুমেন্ট ভেরিফিকেশন
  6. মেডিক্যাল পরীক্ষা

চাকরির খবর : ভারতীয় বৃক্ষ গবেষণা কেন্দ্রে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি, যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।

লিখিত পরীক্ষার স্থান

দেশের মোট ২১৭ টি ও পশ্চিমবঙ্গের মোট ১০ টি স্থানে পরীক্ষার সুযোগ থাকবে, যথা- আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি ও সুরী।

আবেদন পদ্ধতি

উপরের দুইটি বিভাগের শূন্যপদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে, এর জন্য একটি ওয়েব লিঙ্ক আগামী ১৪.১০.২০২৩ তারিখ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অফিসিয়াল সাইট “mha.gov.in” এবং “www.ncs.gov.in” -তে চালু হয়ে যাবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রকাশিত বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন চলবে আগামী ১৩.১১.২০২৩ তারিখ পর্যন্ত ও আবেদন মূল্য জমা দেওয়ার সময় থাকবে ১৬.১১.২০২৩ তারিখ পর্যন্ত। 

আবেদন মূল্য

Unreserved/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ৪৫০ টাকা অনলাইন মারফৎ জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন (১৪.১০.২০২৩ থেকে) Apply Now

চাকরির খবর : বেলেঘাটা আই.ডি. হাসপাতালে হেল্পার পদে নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি।

মক টেস্ট : কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? – ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now