Food SI General Knowledge : জানেন কি, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? – ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত?

ক. কারাকোরাম ও শিবালিক।

খ. পিরপাঞ্জাল ও জাস্কর।

গ. জাস্কার ও কারাকোরাম।

ঘ. জাস্কার ও শিবালিক।

View Answer

উঃ পিরপাঞ্জাল ও জাস্কর।

২) বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?

ক. আর্যভট্ট।

খ. যদুভট্ট।

গ. বরাহমিহির।

ঘ. শুদ্রক।

View Answer

উঃ বরাহমিহির।

৩) দক্ষিণ আমেরিকার তৃনভূমি কি নামে পরিচিত?

ক. সাভানা।

খ. পম্পাস।

গ. প্রেইরী।

ঘ. ডাউনস।

View Answer

উঃ পম্পাস।

৪) বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে?

ক. ১৫ই মার্চ।

খ. ১১ই জুলাই।

গ. ১১ই এপ্রিল।

ঘ. ২২ শে জুন

View Answer

উঃ ১১ই জুলাই

৫) লিগনাইট এক ধরনের-

ক. লোহা।

খ. তামা।

গ. কয়লা।

ঘ. চুনাপাথর।

View Answer

উঃ লোহা।

৬) কোন তুর্কি সুলতান ইক্তা প্রথার প্রবর্তন করেন?

ক. ইলতুৎমিস।

খ. বলবন।

গ. আলাউদ্দিন খিলজি।

ঘ. মহম্মদ বিন তুঘলক।

View Answer

উঃ ইলতুৎমিস।

চাকরির খবর : ভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটে ১২৯ টি শূন্যপদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।

৭) বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন?

ক. দেবপাল।

খ. ধর্মপাল।

গ. রামপাল।

ঘ. শশাঙ্ক।

View Answer

উঃ ধর্মপাল।

৮) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানী লাভ করে-

ক. ১৭৬০ সালে।

খ. ১৭৬৩ সালে।

গ. ১৭৬৫ সালে।

ঘ. ১৭৬৭ সালে।

View Answer

উঃ ১৭৬৫ সালে

৯) নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে?

ক. চেল।

খ. রায়ডাক।

গ. কালজানি।

ঘ. সঙ্কোশ।

View Answer

উঃ সঙ্কোশ।

১০) রক্তের ABO শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী?

ক. ওয়াল ডেয়ার

খ. উইলিয়াম হার্ভে।

গ. জোসেফ প্রিস্টলি।

ঘ. ল্যান্ড স্টেইনার।

View Answer

উঃ ল্যান্ড স্টেইনার।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : ভারতীয় বৃক্ষ গবেষণা কেন্দ্রে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি, যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।

আরেকটি মক টেস্ট : বলতে পারবেন, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? -দেখুন ১০ টি বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now