AIIMS Kalyani Recruitment: AIIMS কল্যাণীতে ১২০ টি শূন্যপদে বিভিন্ন গ্রুপ C কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

AIIMS Kalyani Recruitment: All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani, এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন বিভাগে মোট ১২০ টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। আগামী ১৩-ই অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে সকল চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনে বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের বিবরণ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani
Advertisement no. 1855/E-12014/4/23- (NON-FAC)
অফিসিয়াল ওয়েবসাইট https://aiimskalyani.edu.in/
মোট শূন্যপদ  ১২০ টি।
আবেদন শেষ ১৩.১০.২০২৩

পদের নাম

Executive Assistant (N.S)

মোট শূন্যপদ : ১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে প্রার্থীদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ১৩.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ২১ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-৬ অনুসারে বেতন দেওয়া হবে।

পদের নাম

Lower Division Clerk

মোট শূন্যপদ : ২৬ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে প্রার্থীদের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে ও টাইপিং করতে জানতে হবে।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ১৩.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-২ অনুসারে বেতন দেওয়া হবে।

চাকরির খবর : ভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটে ১২৯ টি শূন্যপদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।

পদের নাম

Upper Division Clerk

মোট শূন্যপদ : ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে প্রার্থীদের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে ও টাইপিং করতে জানতে হবে।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ১৩.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ২১ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-৪ অনুসারে বেতন দেওয়া হবে।

পদের নাম

Stenographer

মোট শূন্যপদ : ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীদের স্টেনোগ্রাফি করার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ১৩.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-৪ অনুসারে বেতন দেওয়া হবে।

**এছাড়াও বিভিন্ন প্যারামেডিক্যাল স্টাফ ও আরও অন্যান্য শূন্যপদে নিয়োগ করা হবে, বিশদে  জানতে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে হবে ।

আরেকটি চাকরির খবর : ভারতীয় বৃক্ষ গবেষণা কেন্দ্রে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি, যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি

উপরিউক্ত শূন্যপদগুলিতে মোট ৩ টি ধাপে পরীক্ষার্থীদের বাছাই করা হবে-

  • MCQ টাইপ লিখিত পরীক্ষা (CBT)
  • স্কিল টেস্ট (যেসব পদে দরকার)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদন পদ্ধতি

প্রার্থীদের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট “https://aiimskalyani.edu.in/” -তে আগামী ১৩.১০.২০২৩ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে। এর জন্য আবেদনের সময় প্রার্থীদের বিজ্ঞপ্তিতে চাওয়া সকল ডকুমেন্ট আপলোড করার জন্য সাথে রাখতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করার পর প্রিন্ট আউট কপি বের করে নিতে হবে। প্রার্থীদের সুবিধার্থে নীচে আবেদনের সরাসরি লিংক দেওয়া হল।

আবেদন মূল্য

Unreserved/OBC প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০০ টাকা এবং SC/ST/EWS/Woman প্রার্থীদের ৫০০ টাকা অনলাইন মারফৎ জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন :  Apply Now

চাকরির খবর : কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হেল্পার সহ বিভিন্ন গ্রুপ-C কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

মক টেস্ট : কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? – ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now