NICED Beleghata ID Recruitment: বেলেঘাটা আই.ডি. হাসপাতালে হেল্পার পদে নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

NICED Beleghata ID Recruitment: The Indian Council of Medical Research (ICMR) এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬ মাসের চুক্তির ভিত্তিতে পশ্চিমবঙ্গের বেলেঘাটা আই.ডি. হাসপাতালে মোট ১৬ টি শূন্যপদে অস্থায়ী কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলিতে আবেদন জানাতে পারবেন। তাদের কথা মাথায় রেখে এই প্রতিবেদনের মাধ্যমে নীচে শূন্যপদের বিবরণ, যোগ্যতা ও নিয়োগের পদ্ধতিসমূহ তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থা The Indian Council of Medical Research (ICMR)
Advertisement no. NICED/PrC/01/DLSS/2023-24 / 714
অফিসিয়াল ওয়েবসাইট https://niced.org.in/
মোট শূন্যপদ  ১৬ টি।

পদের নাম

Multi Tasking (Helper)

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে হাই স্কুল পাশ হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরি পাওয়ার পর প্রতিমাসে ১৫,৮০০ টাকা করে বেতন দেওয়া হবে।

চাকরির খবর : কেন্দ্রীয় ইনস্টিটিউটে একাধিক গ্রুপ-C কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন চলছে।

পদের নাম

Driver-cum-Mechanic 

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে গাড়ি চালানোর লাইসেন্স ও চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : উক্ত পদে চাকরি পাওয়ার পর প্রতিমাসে ১৬,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সবকয়টি পদেই শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

উক্ত দুটি পদে আবেদনের জন্য আলাদা করে কোনো ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই। প্রার্থীদের নিজের বায়োডাটা ও যাবতীয় ডকুমেন্টস সেলফ এটেস্টেড করে, একটি আবেদনপত্র ও নিজের পাসপোর্ট সাইজের ছবি সহকারে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান ও সময়

স্থান : ICMR-National Institute of Cholera & Enteric Diseases (NICED II building within ID & BG Hospital Campus) P-33, C.I.T. Road, Scheme – XM, Beliaghata, Kolkata – 700010

সময় : ১২.১০.২০২৩ সকাল ১০ টা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অফিশিয়াল ওয়েবসাইট :  Visit Now

চাকরির খবর : ভারতীয় বৃক্ষ গবেষণা কেন্দ্রে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি, যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।

আরেকটি চাকরির খবর : AIIMS কল্যাণীতে ১২০ টি শূন্যপদে বিভিন্ন গ্রুপ C কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now