NIPGR Recruitment 2023 : ভারতীয় বৃক্ষ গবেষণা কেন্দ্রে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি, যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

NIPGR Recruitment 2023: ভারত সরকারের Ministry of Science and Technology বিভাগের অন্তর্গত একটি সংস্থা ‘National Institute of Plant Genome Research’ -সম্প্রতি তাদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৫ টি শুন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা নীচে উল্লেখিত যোগ্যতার বিবরণ ও অন্যান্য শর্তগুলি দেখে নিজেদের যোগ্যতার বিচার করে আবেদীন জানাতে পারবেন।

নিয়োগকারী সংস্থা National Institute of Plant Genome Research
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট https://nipgr.ac.in/
মোট শূন্যপদ  ৫ টি।
আবেদন শেষ ০৬.১১.২০২৩

পদের নাম

Multi-Tasking Staff

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের লেভেল-১ অনুসারে বেতন হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।

চাকরির খবর : ভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটে ১২৯ টি শূন্যপদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।

পদের নাম

Technical Assistant

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে MLT বিষয়ে দুই বছরের কোর্স ও তিন  বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের লেভেল-৫ অনুসারে বেতন হবে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।

**এছাড়াও সায়েন্টিস্ট পদে আরও দুটি শূন্যপদ রয়েছে, ইচ্ছুক প্রার্থীরা বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

প্রার্থী বাছাই পদ্ধতি

উপরে উল্লেখিত শূন্যপদগুলিতে প্রার্থীদের লিখিত/প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট “https://nipgr.ac.in/” -তে আগামী ০৬.১১.২০২৩ বিকেল ৫ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত অনলাইন আবেদন সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে। এর জন্য আবেদনের সময় প্রার্থীদের বিজ্ঞপ্তিতে চাওয়া সকল ডকুমেন্ট আপলোড করার জন্য সাথে রাখতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করার পর প্রিন্ট আউট কপি বের করে নিতে হবে। প্রার্থীদের সুবিধার্থে নীচে আবেদনের সরাসরি লিংক দেওয়া হল।

আবেদন মূল্য

UR প্রার্থীদের ২০০ টাকা আবেদন মূল্য ও  OBC প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য অনলাইনে ‘SBI Collect’ এর মাধ্যমে জমা করতে হবে। তবে, SC/ST/Women প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা দিতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন :  Apply Now

চাকরির খবর : কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হেল্পার সহ বিভিন্ন গ্রুপ-C কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

মক টেস্ট : বলতে পারবেন, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? -দেখুন ১০ টি বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now