Food SI General Knowledge- বলতে পারবেন, বাংলার রূপকার কাকে বলা হয়? – জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) এক্সরে কে আবিষ্কার করেন?

ক. মাদাম কুরি।

খ. কার্ল বেজ।

গ. উইলহেম রন্টজেন।

ঘ. রাইট ব্রাদার্স।

View Answer

উঃ উইলহেম রন্টজেন।

২) রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবি গুলি এঁকেছেন কে?

ক. অবনীন্দ্রনাথ ঠাকুর।

খ. যামিনী রায়।

গ. নন্দলাল বসু।

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই।

View Answer

উঃ নন্দলাল বসু।

৩) মাদার অব অল গেমস কোন খেলাকে বলা হয়?

ক. ফুটবল।

খ. হকি।

গ. জিমনাস্টিক।

ঘ. অ্যাথলেটিক্স।

View Answer

উঃ জিমনাস্টিক।

৪) মস্তিষ্কে জ্বর (ব্রেন ফিভার) সৃষ্টিকারী জীবাণু কোনটি?

ক. রাইনো ভাইরাস।

খ. ভিব্রিও কলেরি।

গ. জাপানি এনকেফেলাইটিস।

ঘ. ডেঙ্গু।

View Answer

উঃ জাপানি এনকেফেলাইটিস

৫) যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে?

ক. বাবর।

খ. আকবর।

গ. শাহজাহান।

ঘ.

View Answer

উঃ বাবর।

চাকরির খবর : চাকরিপ্রার্থীদের জন্য মোক্ষম সুযোগ, রাজ্যের কয়েকটি জেলায় বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগ চলছে।

৬) PVC এর সম্পূর্ণ নাম কি?

ক. পলি ভিনাইল ক্লোরাইড।

খ. পলি ভিনাইল কার্বন।

গ. পলি ভিনাইল ক্লোরেট।

ঘ. পলি ভিনাইল কার্বোনেট

View Answer

উঃ পলি ভিনাইল ক্লোরাইড

৭) বাংলার রূপকার কাকে বলা হয়?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর।

খ. ডা. বিধান চন্দ্র রায়।

গ. সুভাষ চন্দ্র বসু।

ঘ. শ্যামাপ্রসাদ মুখার্জী।

View Answer

উঃ ডা. বিধান চন্দ্র রায়।

৮) কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে?

ক. ভবভূতি।

খ. কলহন।

গ. বাণভট্ট ।

ঘ.

View Answer

উঃ বাণভট্ট

আরেকটি চাকরি : Food SI চাকরির পরীক্ষার ধরণ, নিয়োগ পদ্ধতি, অনলাইন আবেদন সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিন।

৯) জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্রে?

ক. প্রথম সূত্রে।

খ. দ্বিতীয় সূত্রে।

গ. তৃতীয় সূত্রে।

ঘ. সবকটিই।

View Answer

উঃ প্রথম সূত্রে।

১০) ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন?

ক. পি. কে. ব্যানার্জী

খ. গোষ্ঠ পাল।

গ. সুনীল ছেত্রী।

ঘ. চুনী গোস্বামী।

View Answer

উঃ পি. কে. ব্যানার্জী।

এইগুলিও পড়ুন : 

স্কলারশিপ : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে রিলায়েন্স দেবে ২ লক্ষ টাকার বৃত্তি, কিভাবে দেখুন। 

মক টেস্ট : বলুন দেখি, কোন ভিটামিনের অভাবে মানুষের জিহ্বায় ঘা হয়? – পরীক্ষায় আসা কমন ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment