Reliance Foundation Scholarships 2023-24: উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করুন, ২ লক্ষ টাকার বৃত্তি পাবেন শিক্ষার্থীরা!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Reliance Foundation Scholarships 2023-24: মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেশের সরকারি ও বেসরকারি ক্ষেত্র থেকে প্রতিবছরই স্কলারশিপ বিতরণ করা হয়ে থাকে। এর প্রাথমিক উদ্দেশ্য থাকে, বর্তমান সময়ে বেড়ে যাওয়া শিক্ষার খরচ সামলানো ও যেকোনো উচ্চশিক্ষায় অথবা নিত্যনতুন প্রযুক্তিমূলক শিক্ষায় অর্থের অভাবে সুবিধাবঞ্চিত মেধাবীছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো।

ভারতের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে বিগত ২৫ বছরের ন্যায় আবারও শুরু হয়ে গেছে এবছরের “Reliance Foundation Scholarships” প্রোগ্রামের রেজিস্ট্রেশন। এখানে মোট ৫,০০০ জন মেধাবী শিক্ষার্থীদের বেছে নেওয়া হবে। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনার মাধ্যমে চলুন জেনে নিই কিভাবে, কোন যোগ্যতায় করা যাবে এই আবেদন।

Reliance Foundation Scholarship -টি পাওয়ার যোগ্যতা

যেসমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনে ইচ্ছুক, তাদের-

১) প্রথমত, অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।

২) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে, সেইসাথে ফুলটাইম গ্রাজুয়েশন ডিগ্রী কোর্সে ভর্তি হয়ে থাকলে আবেদনযোগ্য।

৩) পরিবারের বাৎসরিক আয় হতে হবে ১৫ লক্ষ টাকার কম, তবে ২.৫ লক্ষ টাকা আয় থাকা পরিবারের ছাত্রছাত্রীদের প্রাধান্য দেওয়া হবে।

৪) একটি Aptitude Test নেওয়া হবে, সেখানে উত্তীর্ন হতে হবে।

Aditya Birla স্কলারশিপ : সব ক্লাসের ছাত্রছাত্রীরাই পাবে টাকা, সহজেই আবেদন করুন অনলাইনে।

এই স্কলারশিপে কারা আবেদনযোগ্য নন

১) যারা অনলাইন কিংবা ডিসটেন্স কোর্সের মাধ্যমে গ্রাজুয়েশন কোর্স করছেন।

২) যারা ২ বছরের গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছেন।

৪) যারা বর্তমানে দ্বিতীয় বর্ষে কিংবা তার বেশি বর্ষে পড়াশোনা করছেন।

৫) যারা Aptitude Test এ ফেল/চিটিং করবেন।

Reliance Foundation Scholarship এর সুবিধা

এই স্কলারশিপে ছাত্রছাত্রীদের গ্রাজুয়েশন কোর্স চলাকালীন মোট ২,০০,০০০ টাকার বৃত্তি দেওয়া হয়ে থাকে। এছাড়াও রিলায়েন্স ফাউন্ডেশনের বিরাট নেটওয়ার্কের মাধ্যমে বৃত্তিপ্রাপকেরা প্রাক্তন শিক্ষার্থীদের থেকে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন, যা শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে ব্যাপক সহায়তা করে।

LIC স্কলারশিপ : এই স্কলারশিপে একবার আবেদন করে মিলবে প্রতিবছর টাকা, ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য।

কিভাবে করা যাবে আবেদন?

এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে শিক্ষার্থীদের করণীয় কাজগুলি নীচে তালিকার আকারে বোঝানো হল-

১) প্রার্থীদের প্রথমে Buddy4Study.Com ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর,

২) লগইন করে Scholarship অপশনে ক্লিক করে, “Reliance Foundation Scholarships 2023-24” এখানে ক্লিক করতে হবে।

৩) তারপর, আবেদনের ফর্মটি ফিলাপ এবং যাবতীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয়

এই স্কলারশিপ পেতে হলে প্রার্থীদের একটি ছোট্ট Aptitude Test এ অংশ নিতে হবে, আর এক্ষেত্রে কোনো চিটিং করা যাবেনা, যদি তেমনটা হয় তবে আবেদনটি বাতিল করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রটি সাবমিট করার পর, প্রার্থীদের ইমেল ID তে একটি ইমেল চলে আসবে, সেখানে দিন ও তারিখ উল্লেখ করে একটি অনলাইন পরীক্ষার সময় উল্লেখ থাকবে, প্রার্থীদের অবশ্যই তাতে অংশ নিয়ে নিজের যোগ্যতা প্রমান করতে হবে।

HDFC স্কলারশিপ : এই স্কলারশিপে যেকোনো শ্রেণীর শিক্ষার্থীরাই করতে পারবে আবেদন, সর্বোচ্চ ৭৫ হাজার টাকার বৃত্তি মিলবে।

আবেদনকালে প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনের সময় সাধারণ কিছু ডকুমেন্টস প্রার্থীদের আপলোড করতে হবে, সেগুলি হল-

১) সাম্প্রতিক কালের পাশপোর্ট সাইজের ফটো।

২) প্রার্থীর স্থায়ী ঠিকানার প্রমাণ।

৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশীট।

৪) শিক্ষার্থী যে কলেজ কিংবা ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেখান থেকে প্রাপ্ত ডিগ্ৰী কোর্সের প্রমাণপত্র (Bonafide Certificate)

৫) পরিবারের ইনকাম সার্টিফিকেট (Gram Panchayat/Ward Counsellor/Sarpanch অথবা SDM/DM/CO/Tehsildar -দের দ্বারা প্রদান করা ইনকাম সার্টিফিকেট)

৬) বিকলাঙ্গ সার্টিফিকেট (যদি থেকে থাকে)

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

আবেদন শেষ : ১৫.১০.২০২৩
রেজিস্ট্রেশন লিঙ্ক : Register Now 
আবেদন করার লিঙ্ক : Apply Now 

Kotak স্কলারশিপ : সকল মেধাবী মেয়েদের উচ্চশিক্ষার জন্য দেওয়া হবে প্রতিবছর ১.৫ লক্ষ টাকা, আজই আবেদন করুন।

বিবেকানন্দ স্কলারশিপ : রাজ্যে চলছে  স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment