West Bengal Food SI Recruitment 2023 Notification: গত কয়েকমাসের জল্পনার অবসান, অবশেষে প্রকাশিত হল সবার অপেক্ষার Food SI এর পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি। মোট ৪৮০ টি শূন্যপদের এই চাকরিতে পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক পাশ প্রার্থীরাই আবেদন করতে পারেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল তথ্যের পূর্ণাঙ্গ নির্যাস আপনাদের সকলের উদ্দেশ্যে উৎসর্গ করা হল।
নিয়োগকারী সংস্থা | Public Service Commission, West Bengal |
Advertisement no. | 04/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbpsc.gov.in |
মোট শূন্যপদ | ৪৮০ টি। |
আবেদন শুরু | ২৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২০.০৯.২০২৩ |
পদের নাম
Sub-Inspector in the Subordinate Food & Supplies Service (Food SI)
মোট শূন্যপদ : ৪৮০ টি। (UR- ২২০ টি, SC- ৯৭ টি, ST- ২৯ টি, OBC A- ৪৮ টি, OBC B- ৩৪ টি, PWD- ১৯ টি, EX Servicemen- ২৪ টি, MSP- ৯ টি)
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে, মাধ্যমিক উত্তীর্ন হয়ে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে, বাংলা অথবা নেপালি ভাষায় কথা বলতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ROPA-2019 অনুসারে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা।
এটিও পড়ুন : Food SI পদের কাজ কি, কত টাকা বেতন, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন।
নিয়োগ পদ্ধতি
মূলত তিনটি ধাপে পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
- মেডিকেল পরীক্ষা
পরীক্ষার ধরণ
ক. লিখিত পরীক্ষা :
মূলত দুটি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে- ১) জেনারেল স্টাডিজ ও ২) অংক।
মোট নম্বর : মোট ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। দুটি বিষয়ে ৫০ টি করে প্রশ্ন থাকবে।
সময় : লিখিত পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
খ. ইন্টারভিউ :
লিখিত পরীক্ষার মেরিট অনুযায়ী বাছাই করে প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।
মোট নম্বর : মোট ২০ নম্বর মানের ইন্টারভিউ নেওয়া হবে।
প্র্যাক্টিস সেট : WBPSC Food SI- 2023 গত বছরের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।
আবেদন পদ্ধতি (WB Food SI Form Fill Up)
Food SI পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। এর জন্য-
- সবার প্রথমে https://wbpsc.gov.in এর হোমপেজে অবস্থিত Apply Online লিঙ্কে ক্লিক করুন এবং তারপর Apply Now অপশনে ক্লিক করে All User Click here For New Registration অপশনে ক্লিক করে Registration সম্পন্ন করতে হবে।
- তারপর পুনরায় APPLICANT ID / Enrollment Id, Password ও Captcha ফিলাপ করে ফর্ম ফিলাপ করতে হবে।
- তারপর যাবতীয় ডকুমেন্টস আপলোড ও আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
- সবশেষে, আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট অথবা পিডিএফ আকারে মোবাইল সেভ করে রাখতে হবে।
আবেদন মূল্য
এই পদে আবেদন করতে ১১০ টাকা+সার্ভিস চার্জ আবেদন ফি হিসেবে জমা করতে হবে, তবে SC/ST/PwD প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য জমা করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অনলাইন রেজিস্ট্রেশন : | Register Now |
অনলাইন আবেদন : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
চাকরির খবর : রাজ্য সরকারি সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, ইন্টারভিউতে পাশ হলেই হবে নিয়োগ।