জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) চারমিনার কোন রাজ্যে অবস্থিত?
ক. উত্তরপ্রদেশ।
খ. মধ্য প্রদেশ।
গ. ছত্তিশগড়।
ঘ. তেলেঙ্গানা।
View Answer
২) তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়।
খ. ডিরোজিও।
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর।
ঘ. আশুতোষ মুখোপাধ্যায়।
View Answer
৩) ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত?
ক. দিল্লিতে।
খ. মহারাষ্ট্রে।
গ. পশ্চিমবঙ্গে।
ঘ. আমেদাবাদে।
View Answer
৪) নখে কোন প্রোটিন থাকে?
ক. ক্যারোটিন।
খ. অ্যাকটিন।
গ. গ্লোবিউলিন।
ঘ.।
View Answer
৫) কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত?
ক. মৌসুমী বায়ু।
খ. আয়ন বায়ু।
গ. মেরু বায়ু।
ঘ.।
View Answer
চাকরির খবর : এয়ারপোর্টে মাধ্যমিক যোগ্যতায় ৯৯৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন করুন।
৬) ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
ক. অগ্ন্যাশয়।
খ. ডিম্বাশয়।
গ. থাইরয়েড গ্রন্থি।
ঘ. অ্যাড্রিনাল গ্রন্থি
View Answer
৭) ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. গুজরাট।
খ. কেরালা।
গ. মহারাষ্ট্র।
ঘ. ওড়িশা।
View Answer
৮) কোন ভিটামিনের অভাবে মানুষের জিহ্বায় ঘা হয়?
ক. ভিটামিন A
খ. ভিটামিন K
গ. ভিটামিন B12
ঘ.
View Answer
আরেকটি চাকরি : মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কোস্ট গার্ডে GD কন্সটেবল ও যান্ত্রিক পদে নিয়োগ।
৯) শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি কোথায় থাকে?
ক. উদরে।
খ. পায়ে।
গ. বক্ষে।
ঘ. মস্তকে।
View Answer
১০) কোন গ্যাস সবচেয়ে হালকা?
ক. অক্সিজেন।
খ. নাইট্রোজেন।
গ. মিথেন।
ঘ. হাইড্রোজেন।
View Answer
এইগুলিও পড়ুন :
আরেকটি চাকরি : ভারতীয় সেনায় মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ C পদে নিয়োগ শুরু, ৩০ বছরের প্রার্থীরাও করুন আবেদন।
মক টেস্ট : বলুন তো, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? – পরীক্ষায় আসা এমনই ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।
আরেকটি মক টেস্ট : কোন গর্ভনর জেনারেল ভারতে ডাকটিকিট প্রচলন করেন? – এমনই ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।