Group C and Group D Recruitment: পশ্চিমবঙ্গের তিনটি জেলার কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মোট ৩৫ টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উক্ত পদগুলিতে আবেদন জানাতে পারেন। কিন্তু তার আগে পদগুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া প্রয়োজন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত তথ্যের একটি সারাংশ প্রকাশের চেষ্টা করব।
জেলার নাম- উত্তর দিনাজপুর
পদের নাম – Community Health Assistant
মোট শূন্যপদ : ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM/ANM প্রশিক্ষণ কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম – Hospital Attendant
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক পাশ এবং সেইসাথে যেকোনো হাসপাতালে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন।
অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
**এছাড়াও অন্যান্য বিভাগে শূন্যপদ রয়েছে, অতিরিক্ত তথ্য জানতে হলে, নীচের লিংক থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন।
চাকরির খবর : এয়ারপোর্টে মাধ্যমিক যোগ্যতায় ৯৯৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন করুন।
আবেদন পদ্ধতি
সবকয়টি পদে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সরাসরি আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন- Apply Now
আবেদনের শেষ তারিখ – ০৪.১০.২০২৩
জেলার নাম- দক্ষিণ দিনাজপুর
পদের নাম – Data Manager (Kanyashree Prakalpa)
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে কম্পিউটার এপ্লিকেশন এ সার্টিফিকেট এবং টাইপিং জানতে হবে।
অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
উক্ত পদে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সরাসরি আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন- Apply Now
আবেদনের শেষ তারিখ – ৩০.০৯.২০২৩
আরেকটি চাকরি : মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কোস্ট গার্ডে GD কন্সটেবল ও যান্ত্রিক পদে নিয়োগ।
জেলার নাম- দার্জিলিং
পদের নাম – Superintendent
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে SC/ST/OBC শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম – Matron
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে SC/ST/OBC শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবর : পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।
আবেদন পদ্ধতি
উপরিউক্ত পদদুটিতে শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। এর জন্য প্রথমে বিজ্ঞপ্তির সাথে যুক্ত আবেদনের ফর্মটির প্রিন্ট আউট বের করতে হবে, তারপর সেটিকে ফিলাপ করে একটি খামের ওপর “Application for_______________” এইভাবে আবেদন করা পদের নাম লিখতে হবে। সবশেষে নীচের ঠিকানায় পোস্ট মারফৎ অথবা নিজে হাতে জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা
“The Office of the PO-cum-DWO, BCW & TD, Siliguri, Shivmandir. P.O.- Kadamtala, Dt.-Darjeeling, PIN-734011”
আবেদনের শেষ তারিখ – ১৫.০৯.২০২৩
গুরুত্বপূর্ণ লিঙ্ক
বিজ্ঞপ্তি (উত্তর দিনাজপুর) : | Read Now |
বিজ্ঞপ্তি (দক্ষিণ দিনাজপুর) : | Read Now |
বিজ্ঞপ্তি (দার্জিলিং) : | Read Now |
স্কলারশিপ : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করুন, ২ লক্ষ টাকার বৃত্তি পাবেন শিক্ষার্থীরা!
শিক্ষার খবর : কেন্দ্রীয় শিক্ষানীতিকে অমান্য করে, রাজ্যে চালু নতুন শিক্ষানীতি, আনা হল বিরাট পরিবর্তন!