Food SI General Knowledge- ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? – জেনে নিন এমনই ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) লেবুতে কোন ভিটামিন বেশি থাকে?

ক. ভিটামিন C

খ. ভিটামিন A

গ. ভিটামিন D

ঘ. ভিটামিন K

View Answer

উঃ ভিটামিন C

২) অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎসস্থল?

ক. মহানদী।

খ. কৃষ্ণা।

গ. নর্মদা।

ঘ. কাবেরী।

View Answer

উঃ নর্মদা।

৩) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী?

ক. কয়লা।

খ. অভ্র।

গ. ম্যাঙ্গানিজ।

ঘ. আকরিক লোহা।

View Answer

উঃ কয়লা।

৪) রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

ক. বেহালা।

খ. সেতার।

গ. বাঁশি।

ঘ. সরোদ

View Answer

উঃ সেতার

৫) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে পাশ হয়?

ক. ১৯৬২ সালে।

খ. ১৯৭০ সালে।

গ. ১৯৭২ সালে।

ঘ. ১৯৭১ সালে।

View Answer

উঃ ১৯৭২ সালে।

চাকরির খবর : রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে এজুকেশন সুপারভাইজার নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি।

৬) প্রধানত কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী?

ক. সালফার ডাই অক্সাইড।

খ. অক্সিজেন।

গ. কার্বন মনোঅক্সাইড।

ঘ. মিথেন

View Answer

উঃ সালফার ডাই অক্সাইড

৭) জীববৈচিত্র্য মূলত কয় প্রকার?

ক. দুই প্রকার।

খ. তিন প্রকার।

গ.  চার প্রকার।

ঘ. পাঁচ প্রকার।

View Answer

উঃ তিন প্রকার।

৮) ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

ক. গ্রাহাম বেল।

খ. আলেকজান্ডার ফ্লেমিং।

গ. এডিসন।

ঘ. টরিসেলি।

View Answer

উঃ টরিসেলি

চাকরির খবর : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভাষা অনুবাদক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

৯) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে?

ক. প্রিয়াঙ্কা চোপড়া।

খ. ঐশ্বর্য রাই।

গ. রীতা ফারিয়া।

ঘ. সুস্মিতা সেন ।

View Answer

উঃ রীতা ফারিয়া।

১০) ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়?

ক. অরুনাচল প্রদেশ

খ. মিজোরাম।

গ. মণিপুর।

ঘ. গুজরাট।

View Answer

উঃ অরুনাচল প্রদেশ।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : রাজ্যে স্বাস্থ্য বিভাগে যোগা ইন্সট্রাক্টর পদে কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করুন।

আরেকটি মক টেস্ট : বলতে পারবেন, জবা ফুল কোন দেশের জাতীয় ফুল? – এমনই ১০ টি কমন প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now