Education Supervisor Recruitment: West Bengal Minorities Development & Finance Corporation (WBMDFC) এর তরফে তাদের অফিসিয়াল সাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে রাজ্যের ৬ টি জেলার ৬ টি মহকুমায় (রায়গঞ্জ, মালদা বারাসত, লালবাগ, কাটোয়া ও আলিপুর) মোট ৬ টি শূন্যপদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে Education Supervisor পদে নিয়োগ করা হবে। তারজন্য সংস্থার তরফে একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হবে, পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনের মাধ্যমে নিজেদের যোগ্যতা বিচারের পর উক্ত পদগুলিতে আবেদন করতে পারেন।
নিয়োগকারী সংস্থা | West Bengal Minorities Development & Finance Corporation |
Advertisement no. | 4055/1-MDC/Reco/Eng/ES-15 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wbmdfc.org/ |
মোট শূন্যপদ | ৬ টি। |
ইন্টারভিউ শুরু | ০৪.১০.২০২৩ |
ইন্টারভিউ শেষ | ০৫.১০.২০২৩ |
পদের নাম
Education Supervisor
মোট শূন্যপদ : ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক অথবা তার সমতুল্য কোন পরীক্ষায় পাশ করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে ন্যূনতম ‘O’- লেভেলের কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত (Buddhist, Christian, Jains, Muslim, Parsee & Sikh) হতে হবে এবং যেখানে নিয়োগ করা হবে সেইসমস্ত মহকুমার স্থানীয় বাসিন্দা হতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন : বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়নি।
চাকরির খবর : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভাষা অনুবাদক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের মূলত দুইটি ধাপে বাছাই করা হবে- ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সর্বপ্রথম বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে নিতে হবে, তারপর বিজ্ঞপ্তিতে যাবতীয় ডকুমেন্টস ও একটি বায়োডাটা সহকারে ইন্টারভিউয়ের স্থানে পোঁছতে হবে।
ইন্টারভিউয়ের স্থান
সকল চাকরিপ্রার্থীদের “West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector- 1, Salt Lake, Kolkata-700064” – এই ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।
চাকরির খবর : ৮৪৮৬৬ শূন্যপদ নয়, শূন্যপদ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে – জেনে নিন বিস্তারিত।
ইন্টারভিউয়ের সময়
রায়গঞ্জ, মালদা ও বারাসতের প্রার্থীদের ০৪.১০.২০২৩ তারিখে এবং লালবাগ, কাটোয়া ও আলিপুর মহকুমার প্রার্থীদের ০৫.১০.২০২৩ তারিখে সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
আরেকটি চাকরির খবর : রাজ্যে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত তথ্য।