WBPSC Assistant Translator Recruitment 2023: West Bengal Public Service Commission (WBPSC) এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে রাজ্যের আইন বিভাগে মোট ১৪ টি শূন্যপদে ভাষা অনুবাদক পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরাই এই শূন্যপদগুলিতে আবেদনযোগ্য। কিন্তু সবার আগে বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নেওয়া দরকার, তাই সেইসকল প্রার্থীদের উদ্দেশ্যে আমরা এই প্রতিবেদন প্রকাশ করছি, এখানে সহজ-সরল ভাষায় বিজ্ঞপ্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | West Bengal Public Service Commission |
Advertisement no. | 09/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbpsc.gov.in/ |
মোট শূন্যপদ | ১৪ টি। |
আবেদন শুরু | ৩০.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৪.০৯.২০২৩ |
পদের নাম
ASSISTANT TRANSLATOR (BENGALI)
মোট শূন্যপদ : ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী UGC স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অথবা ইংরেজিতে অনার্স/মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদের ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বোচ্চ ৩৯ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের লেভেল- ১০ এবং WBS(ROPA) ২০১৯ এর নিয়মানুযায়ী মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রাজ্যে হাইওয়ে অথোরিটির প্রজেক্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ।
পদের নাম
ASSISTANT TRANSLATOR (NEPALI)
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী UGC স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে নেপালি ভাষায় অনার্স/মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীদের ইংরেজি থেকে নেপালিতে অনুবাদের ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বোচ্চ ৩৯ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের লেভেল- ১০ এবং WBS(ROPA) ২০১৯ এর নিয়মানুযায়ী মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
**এছাড়াও “SANTHALI” ভাষার জন্যও ASSISTANT TRANSLATOR (SANTHALI) পদে নিয়োগ করা হবে, বিস্তারিত তথ্যের জন্য নীচের লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
চাকরির খবর : জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের মূলত দুইটি ধাপে বাছাই করা হবে- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। এরজন্য প্রথমে MCQ টাইপের লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেখানে পাশ করার পর ইন্টারভিউতে ডাকা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেরিট প্রকাশ করা হবে।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের আগামী ৩০.০৯.২০২৩ তারিখ থেকে ২৪.১০.২০২৩ তারিখ বিকাল ৩ টার মধ্যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ -এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
উপরের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের ১৬০ টাকা + অন্যান্য কনভেনিয়েন্স ফি জমা দিতে হবে তবে S.C./S.T./PWD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
এগুলিও পড়ুন :
আরেকটি চাকরির খবর : ৮৪৮৬৬ শূন্যপদ নয়, শূন্যপদ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে – জেনে নিন বিস্তারিত।
জেনারেল নলেজ : বলুন তো, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? – জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।