Yoga Instructor Recruitment 2023: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কয়েকদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী কোচবিহার জেলায় Yoga Instructor হিসেবে মোট ৬০ টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থী যদি এই পদের জন্য চাওয়া সকল যোগ্যতার সাথে সামঞ্জস্য রাখতে পারেন তবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন।
নিয়োগকারী সংস্থা | The West Bengal Health & Family Welfare Department |
Advertisement no. | DH&FW/COB/5682 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://coochbehar.gov.in/ |
মোট শূন্যপদ | ৬০ টি। |
আবেদন শুরু | ২২.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৫.১০.২০২৩ |
পদের নাম
Yoga Instructor
মোট শূন্যপদ : ৬০ টি। (পুরুষ- ৩০ টি ও মহিলা- ৩০ টি)
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে ও সেইসাথে WBCYN স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে নির্দিষ্ট কোন বয়সসীমার কথা জানানো হয়নি।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রাজ্যে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত তথ্য।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে অনলাইন ও পরবর্তীতে অফলাইন মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এর জন্য প্রার্থীদের প্রথমে নীচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নিতে হবে, তারপর নিয়োগকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট “https://www.wbhealth.gov.in/” ভিজিট কিংবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। অনলাইন আবেদন শেষে ফিলাপ করা আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট বের করে নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টস ও আবেদন ফি সহকারে সেটি নীচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি
“DH&FWS NON NHM MOTHER A/C COOCH BTEHAR” -এর উদ্দেশ্যে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা আবেদন মূল্যের ডিমান্ড ড্রাফ্ট জমা করতে হবে, তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে টাকার পরিমান হবে ৫০ টাকা।
আবেদনপত্র পাঠনোর ঠিকানা
প্রার্থীরা আবেদনপত্রের খামের ওপরে “Application for the post of Yoga Instructor for CMOH Office Cooch Behar” -এইভাবে লিখে, “The office of the CMOH & Secretary, Dist. Health & Family welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar” – এই ঠিকানায় পাঠিয়ে দেবেন ০৬.১০.২০২৩ তারিখের মধ্যে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Now |
আরেকটি চাকরি : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রচুর নন-টিচিং স্টাফ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।
মক টেস্ট : বলতে পারবেন, জবা ফুল কোন দেশের জাতীয় ফুল? – এমনই ১০ টি কমন প্রশ্নের উত্তর দেখুন।