জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) হর্ষবর্ধনের সভাকবির নাম কি?
ক. আর্যভট্ট।
খ. নাগার্জুন।
গ. বাণভট্ট।
ঘ. ধোয়ী।
View Answer
২) DNA-এর গঠনগত একক কি?
ক. নিউক্লিওসাইড।
খ. নিউক্লিওটাইড।
গ. নাইট্রোজেনঘটিত ক্ষার।
ঘ. পেন্টোজ শর্করা।
View Answer
৩) জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত?
ক. ২৪ ঘন্টা ২৪ মিনিট।
খ. ১২ ঘন্টা ২৬ মিনিট।
গ. ২৪ ঘন্টা ২৬ মিনিট।
ঘ. ১২ ঘন্টা ১২ মিনিট।
View Answer
৪) হাওয়া মহল কে তৈরী করেছিলেন?
ক. শিবাজী।
খ. রাজা প্রতাপাদিত্য।
গ. মহারাজা প্রতাপ সিং।
ঘ. শাহজাহান
View Answer
৫) ভারতের কোন শহরকে মূলধনের শহর বলা হয়?
ক. মুম্বই।
খ. দিল্লি।
গ. ব্যাঙ্গালোর।
ঘ. কলকাতা।
View Answer
চাকরির খবর : রাজ্যে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত তথ্য।
৬) কুনিক উপাধি কে গ্রহণ করেন?
ক. অজাতশত্রু।
খ. কণিষ্ক।
গ. হর্ষবর্ধন।
ঘ. স্কন্দগুপ্ত
View Answer
৭) পোড়া চুনের রাসায়নিক নাম কি?
ক. ক্যালসিয়াম অক্সাইড।
খ. ফেরিক অক্সাইড।
গ. ক্যালসিয়াম সালফেট।
ঘ. ক্যালসিয়াম কার্বনেট।
View Answer
৮) জবাফুল কোন দেশের জাতীয় ফুল?
ক. থাইল্যান্ড।
খ. কুয়েত।
গ. উত্তর কোরিয়া।
ঘ. মালয়েশিয়া।
View Answer
চাকরির খবর : কেন্দ্র সরকারি ওয়্যারহাউসগুলিতে নন-টেকনিক্যাল ও অন্যান্য পদে নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা।
৯) কচ্ছ শব্দের অর্থ কি?
ক. লবণাক্ত জলাভূমি।
খ. মিষ্টি জলাভূমি।
গ. কৃষি উর্বর জমি।
ঘ. কৃষি অনুর্বর জমি।
View Answer
১০) নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
ক. বলের পরিমাণ।
খ. বলের সংজ্ঞা।
গ. ঘর্ষণ বল।
ঘ. বলের ক্রিয়া।
View Answer
এইগুলিও পড়ুন :
আরেকটি চাকরির খবর : রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে এজুকেশন সুপারভাইজার নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি।
আরেকটি মক টেস্ট : দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? – বিগত বছরের ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।