Important General Knowledge: বলুন তো, ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত? – এরকম মোট ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা GK প্রশ্ন উত্তর 2023: General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১) নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে?

ক. শশাঙ্ক।

খ. হর্ষবর্ধন।

গ. গৌতমীপুত্র সাতকর্ণী।

ঘ. সমুদ্রগুপ্ত।

View Answer

উঃ গৌতমীপুত্র সাতকর্ণী।

২) শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয়?

ক. কপার সালফেট।

খ. ম্যাগনেসিয়াম সালফেট।

গ. জিঙ্ক সালফেট।

ঘ. অ্যামোনিয়াম সালফেট।

View Answer

উঃ কপার সালফেট।

৩) আত্মঘাতী থলি কোনটিকে বলে?

ক. রাইবোজোম।

খ. লাইসোজোম।

গ. গলগিবডি।

ঘ. মাইট্রোকনড্রিয়া।

View Answer

উঃ লাইসোজোম।

৪) বর্তমানে গ্রাম পঞ্চায়েতে কার্যকালের মেয়াদ কত?

ক. ৪ বছর।

খ. ৫ বছর।

গ. ৬ বছর।

ঘ. ৭ বছর

View Answer

উঃ ৫ বছর

৫) কীসের অভাবে হিমোফিলিয়া রোগ হয়?

ক. হেপারিন।

খ. ফ্যাক্টর VI

গ. ফ্যাক্টর VII

ঘ. ফ্যাক্টর VIII

View Answer

উঃ ফ্যাক্টর VIII

চাকরির খবর : রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে এজুকেশন সুপারভাইজার নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি।

৬) ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়?

ক. ২৬শে ডিসেম্বর।

খ. ২৬শে নভেম্বর।

গ. ২৬শে ডিসেম্বর।

ঘ. ২৬শে আগস্ট

View Answer

উঃ ২৬শে নভেম্বর

৭) টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়?

ক. লালারসে।

খ. পিত্তরসে।

গ. পিত্তথলিতে।

ঘ. পাকরসে।

View Answer

উঃ লালারসে।

৮) রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে?

ক. প্রধানমন্ত্রী।

খ. রাষ্ট্রপতি।

গ. মুখ্যমন্ত্রী।

ঘ. হাইকোর্টের প্রধান বিচারপতি।

View Answer

উঃ হাইকোর্টের প্রধান বিচারপতি

চাকরির খবর : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভাষা অনুবাদক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

৯) ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত?

ক. ৫০ সেকেন্ড।

খ. ৫২ সেকেন্ড।

গ. ৫৪ সেকেন্ড।

ঘ. ৫৫ সেকেন্ড।

View Answer

উঃ ৫২ সেকেন্ড।

১০) মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত?

ক. শোরা

খ. সিয়েম।

গ. মজলিস।

ঘ. সংসদ।

View Answer

উঃ মজলিস।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি বিভাগে নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

আরেকটি মক টেস্ট : বলুন দেখি, রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি? – মোট ১০ টি প্রশ্নের উত্তর দেখে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now