জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) সিঙ্গলীলা জাতীয় উদ্যান সিঙ্গলীলা জ কোন রাজ্যে অবস্থিত?
ক. আসাম।
খ. পশ্চিমবঙ্গ।
গ. ওড়িশা।
ঘ. ঝাড়খণ্ড।
View Answer
২) তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত?
ক. তরাই।
খ. ডুয়ার্স।
গ. তাল।
ঘ. দিয়ারা।
View Answer
৩) তানপুরা বাদ্যযন্ত্রের কটি তার আছে?
ক. পাঁচটি।
খ. চারটি।
গ. দুটি।
ঘ. একটি।
View Answer
৪) ব্যাক্টেরিয়ার দেহ কি প্রকৃতির?
ক. এককোষী।
খ. দ্বিকোষী।
গ. বহু কোষী।
ঘ. অকোষীয়।
View Answer
৫) রাংপো শহরটি কোথায় অবস্থিত?
ক. গোয়া।
খ. ত্রিপুরা।
গ. সিকিম।
ঘ.।
View Answer
৬) চৌম্বক আবেশের একক কি?
ক. হেনরি।
খ. ওয়েবার।
গ. গাউস।
ঘ. ওরস্টেড
View Answer
চাকরির খবর : রাজ্যের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে পিওন সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।
৭) দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য?
ক. শর্করা।
খ. ভিটামিন।
গ. ফ্যাট।
ঘ. প্রোটিন।
View Answer
৮) রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি?
ক. লোকসভা।
খ. রাজ্যসভা।
গ. বিধানসভা।
ঘ.
View Answer
৯) মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি?
ক. থাইমাস।
খ. অগ্ন্যাশয়।
গ. পিটুইটারি।
ঘ. থাইরয়েড।
View Answer
১০) আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক গার্ডেন কোথায় অবস্থিত?
ক. ধূলাগড়।
খ. দিল্লী।
গ. কোলকাতা।
ঘ. দেরাদুন।
View Answer
এইগুলিও পড়ুন :
চাকরির খবর : ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ৪৮৪ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ।
মক টেস্ট : ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? – জেনে নিন এমনই ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।