NBEMS Group C Recruitment 2023: কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি বিভাগে নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

NBEMS Group C Recruitment 2023: National Board of Examinations in Medical Sciences (NBEMS)  দ্বারা সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে মোট ৪৮ টি শূন্যপদে বিভিন্ন Group-C বিভাগে চাকরির নিয়োগের কথা জানানো হয়েছে। আজকের এই প্রতিবেদনে সমস্ত শূন্যপদগুলির ব্যাপারে আলোচনা করা হবে, তাই পশ্চিমবঙ্গের সকল ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই প্রতিবেদনটি অনেক উপকারে আসবে।

নিয়োগকারী সংস্থা National Board of Examinations in Medical Sciences (NBEMS)
Advertisement no. A.12022/1/ 2023-Estt.
অফিসিয়াল ওয়েবসাইট natboad.edu.in
মোট শূন্যপদ  ৪৮ টি।
আবেদন শুরু ৩০.০৯.২০২৩
আবেদন শেষ ২০.১০.২০২৩

পদের নাম

JUNIOR ASSISTANT

মোট শূন্যপদ : ২৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে ও সেইসাথে প্রার্থীদের কম্পিউটারের সাধারণ সফটওয়্যারগুলি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে ২০.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে কেন্দ্রীয় সপ্তম পে-কমিশনের লেভেল-২ অনুসারে।

পদের নাম

STENOGRAPHER

মোট শূন্যপদ : ৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। তবে, সেইসাথে প্রার্থীদের স্টেনোগ্রাফিতে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে ২০.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে কেন্দ্রীয় সপ্তম পে-কমিশনের লেভেল-৪ অনুসারে।

চাকরির খবর : রাজ্যের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে পিওন সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।

পদের নাম

JUNIOR ACCOUNTANT

মোট শূন্যপদ : ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Maths/Statistics/Commerce নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে ২০.১০.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে কেন্দ্রীয় সপ্তম পে-কমিশনের লেভেল-৪ অনুসারে।

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থীদের মোট ৩ টি ধাপে বাছাই করা হবে। যথা-

  • লিখিত পরীক্ষা
  • স্কিল টেস্ট (যেসব পদে দরকার)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের ৩০.০৯.২০২৩ তারিখ থেকে ২০.১০.২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হবে, আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের “natboard.edu.in” -এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ, ডকুমেন্টস আপলোড ও ফী প্রদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন : (৩০.০৯.২০২৩ থেকে) Apply Now

চাকরির খবর : ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ৪৮৪ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ।

মক টেস্ট : বলুন দেখি, রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি? – মোট ১০ টি প্রশ্নের উত্তর দেখে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now