Assam Rifles Recruitment 2024: আসাম রাইফেলস এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Assam Rifles Technical and Tradesman Recruitment 2024: আসাম রাইফেলস এর তরফে সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট ১৬১ টি  টেকনিক্যাল ও ট্রেডসম্যান পদে নিয়োগ করার কথা জানানো হয়েছে। আগামী ২১.১০.২০২৩ তারিখ থেকে এই শূন্যপদ পূরণের উদ্দেশ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। এই প্রতিবেদনে পদের নাম, যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া সমূহ বিস্তারিত আলোচনা করা হল। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার পূর্বে এই প্রতিবেদন ও অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নেবেন।

নিয়োগকারী সংস্থা Office of the Director General Assam Rifles
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in
মোট শূন্যপদ  ১৬১ টি।
আবেদন শুরু ২১.১০.২০২৩
আবেদন শেষ ১৯.১১.২০২৩
PMT/PET পরীক্ষা ১৮.১২.২০২৩

পদের নাম

Technical and Tradesman

মোট শূন্যপদ : ১৬১ টি।

শিক্ষাগত যোগ্যতা : একেকটি পদে একেক রকমের যোগ্যতা চাওয়া হয়েছে, বিশদে জানতে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি পড়তে হবে।

বয়স সীমা : বিজ্ঞপ্তিতে পদ অনুসারে ভিন্ন ভিন্ন বয়সের মাপদন্ড রাখা হয়েছে, তবে সবক্ষেত্রেই ০১.০৮.২০২৩ অনুসারে প্রার্থীদের বয়স গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

চাকরির খবর : ইন্টেলিজেন্স ব্যুরো-তে ৬৭৭ টি শূন্যপদে MTS ও সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থীদের নিম্নলিখিত ৫ টি ধাপে বাছাই পর্যায়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

  • PMT ও PET পরীক্ষা
  • স্কিল/ট্রেড টেস্ট
  • MCQ টাইপ লিখিত পরীক্ষা
  • মেডিক্যাল টেস্ট

আবেদন পদ্ধতি

প্রার্থীদের আবেদন করার জন্য শুধুমাত্র অনলাইন মাধ্যমের সাহায্য নিতে হবে। প্রার্থীদের প্রথমে, আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট “assamrifles.gov.in” এ গিয়ে রেজিস্ট্রেশন পূরণ করতে হবে, তারপর পুনরায় লগ ইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে আবেদনের সময় প্রার্থীদের নিম্নোক্ত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।

আরেকটি চাকরির খবর : AIIMS কল্যাণীতে ১২০ টি শূন্যপদে বিভিন্ন গ্রুপ C কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

আবেদন মূল্য

পদ অনুসারে ১০০ টাকা ও ২০০ টাকা আবেদন মূল্য স্থির করা হয়েছে, তবে SC, ST, Female ও Ex-Servicemen প্রার্থীদের কোনোরকম ফি প্রদান করতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন (২১.১০.২০২৩ থেকে) Apply Now

চাকরির খবর : ভারতীয় বৃক্ষ গবেষণা কেন্দ্রে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি, যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।

মক টেস্ট : ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয়? -বিগত বছরের ১০ টি প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now