Food SI General Knowledge : ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয়? -বিগত বছরের ১০ টি প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) নিচের কোনটি নোবেল গ্যাস নয়?

ক. নিয়ন।

খ. আর্গন।

গ. হিলিয়াম।

ঘ. হাইড্রোজেন।

View Answer

উঃ হাইড্রোজেন।

২) কত সালে প্রথম কমনওয়েলথ আয়োজিত হয়?

ক. ১৯৩০ সালে।

খ. ১৯৩৭ সালে।

গ. ১৯৬১ সালে।

ঘ. ১৯৭৬ সালে।

View Answer

উঃ ১৯৩০ সালে।

৩) পোলিও কী বাহিত রোগ?

ক. ভাইরাস।

খ. জীনগত।

গ. ব্যাক্টেরিয়া।

ঘ. কোনটাই নয়।

View Answer

উঃ ভাইরাস।

৪) গর্জনশীল চল্লিশা কোন বায়ুর সঙ্গে যুক্ত?

ক. স্থানীয় বায়ু।

খ. নিয়ত বায়ু।

গ. আয়ন বায়ু।

ঘ. পশ্চিমা বায়ু

View Answer

উঃ পশ্চিমা বায়ু

৫) কোন গাছে পুং এবং স্ত্রী পুষ্প একই সঙ্গে জন্মায়?

ক. লিচু।

খ. খেজুর।

গ. শসা।

ঘ. ধুতরা।

View Answer

উঃ শসা।

৬) ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয়?

ক. গাঙ্গেয় সমভূমি।

খ. কেরল ও তামিলনাড়ু।

গ. উত্তর-পূর্ব অঞ্চল।

ঘ. কৃষ্ণা-গোদাবরী বদ্বীপ অঞ্চল।

View Answer

উঃ কৃষ্ণা-গোদাবরী বদ্বীপ অঞ্চল।

চাকরির খবর : AIIMS কল্যাণীতে ১২০ টি শূন্যপদে বিভিন্ন গ্রুপ C কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

৭) নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন?

ক. আন্না হাজারে।

খ. মেধা পাটকর।

গ. রামদেব।

ঘ. বিনায়ক সেন।

View Answer

উঃ মেধা পাটকর।

৮) র‍্যাডক্লিফ লাইন ভারতকে কোন দেশ থেকে আলাদা করেছে?

ক. বাংলাদেশ।

খ. আফগানিস্তান।

গ. চীন।

ঘ. পাকিস্তান।

View Answer

উঃ পাকিস্তান

৯) মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছিল?

ক. গঙ্গা।

খ. কাবেরি।

গ. গোদাবরী।

ঘ. মহানদী।

View Answer

উঃ গঙ্গা।

১০) ভারতের সংসদ ভবনটির উদ্বোধন করেন কে?

ক. লর্ড হার্ডিঞ্জ

খ. লর্ড লিটন।

গ. লর্ড আরউইন।

ঘ. লর্ড ওয়াভেল।

View Answer

উঃ লর্ড আরউইন।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : ইন্টেলিজেন্স ব্যুরো-তে ৬৭৭ টি শূন্যপদে MTS ও সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ।

আরেকটি মক টেস্ট : রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি? – মোট ১০ টি প্রশ্নের উত্তর দেখে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now