Food SI General Knowledge- কোন গর্ভনর জেনারেল ভারতে ডাকটিকিট প্রচলন করেন? – এমনই ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়ে থাকে?

ক. কালিদাস।

খ. শুদ্রক।

গ. জয়দেব।

ঘ. বিষ্ণু শর্মা।

View Answer

উঃ কালিদাস।

২) লিউকেমিয়া রোগটি কি কারণে হয়?

ক. শ্বেত রক্তকণিকা হ্রাস পেলে।

খ. শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে।

গ. লোহিত রক্তকণিকা বৃদ্ধি পেলে ।

ঘ. লোহিত রক্তকণিকা হ্রাস পেলে।

View Answer

উঃ শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে।

৩) হার্জ কিসের একক?

ক. বেগের।

খ. কম্পাঙ্কের।

গ. ত্বরণের।

ঘ. দ্রুতির।

View Answer

উঃ কম্পাঙ্কের।

৪) রঙ্গ স্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ক. ক্রিকেট।

খ. হকি।

গ. ফুটবল।

ঘ. আর্চারি।

View Answer

উঃ হকি

৫) বায়ুমণ্ডলের কোন স্তরটি সবথেকে কাছে অবস্থিত?

ক. ট্রোপোস্ফিয়ার।

খ. স্ট্রাটোস্ফিয়ার।

গ. এক্সোস্ফিয়ার।

ঘ.

View Answer

উঃ ট্রোপোস্ফিয়ার।

চাকরির খবর : পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

৬) কোন বছর থেকে অস্কার দেওয়া শুরু হয়?

ক. ১৯০৩ সালে।

খ. ১৯২২ সালে।

গ. ১৯২৯ সালে।

ঘ. ১৯৩২ সালে

View Answer

উঃ ১৯২৯ সালে

৭) সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়?

ক. রাজা রামমোহন রায়।

খ. বিদ্যাসাগর।

গ. রবীন্দ্রনাথ ঠাকুর।

ঘ. স্বামী বিবেকানন্দ।

View Answer

উঃ বিদ্যাসাগর।

৮) কোন গর্ভনর জেনারেল ভারতে ডাকটিকিট প্রচলন করেন?

ক. লর্ড ডালহৌসি।

খ. রবার্ট ক্লাইভ।

গ. ওয়ারেন হেস্টিংস।

ঘ.

View Answer

উঃ লর্ড ডালহৌসি

আরেকটি চাকরি : ONGC তে ২৫০০ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় অনলাইন আবেদন করুন।

৯) অজন্তা গুহা কোন শাসকদের আমলে নির্মিত হয়েছিল?

ক. মুঘল শাসক।

খ. মৌর্য শাসক।

গ. গুপ্ত শাসক।

ঘ. কুষান শাসক।

View Answer

উঃ গুপ্ত শাসক।

১০) কে মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত?

ক. রাণী শিরোমণি

খ. রাণী রাসমণি।

গ. কল্যাণী দাস।

ঘ. রেণু সেন।

View Answer

উঃ রাণী শিরোমণি।

এইগুলিও পড়ুন : 

স্কলারশিপ : সকল মেধাবী মেয়েদের উচ্চশিক্ষার জন্য দেওয়া হবে প্রতিবছর ১.৫ লক্ষ টাকা, আজই আবেদন করুন।

মক টেস্ট : বলুন দেখি, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? – চাকরির পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন ও উত্তর দেখুন।

আরেকটি মক টেস্ট : বলতে পারবেন, “জয় জওয়ান জয় কিষাণ” – এটি কার স্লোগান? – এমনই ১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment