হারানো অ্যাডমিট-মার্কশীট ফেরৎ কিংবা ভুল সংশোধন এবার নতুন নিয়মে, পাবেন ঘরে বসেই! WBCHSE New Portal

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WBCHSE New Portal: অ্যাডমিট, মার্কশীট, বা সার্টিফিকেট হারিয়ে গেলে কিংবা ভুল সংশোধনে পোহাতে হয় প্রচুর হ্যাঁপা। বিভিন্ন অফিসের চক্কর কাটতে হয়- দিনের পর দিন চলে এই যন্ত্রনা। এবার সমস্ত প্রক্রিয়াটাই অনলাইনে নিয়ে আসতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবিষয়ে পর্ষদের তরফে অফিসিয়ালভাবে আনা হচ্ছে একটি নতুন অনলাইন পোর্টাল, যার ফলে এই হয়রানির সমাধান চাবি এসে যাবে সকলের হাতের মুঠোয়।

উল্লেখ্য, এতদিন ডুপ্লিকেট নথি ফেরৎ পাওয়া কিংবা সংশোধনের জন্য আবেদনপত্র জমা দিতে হত শিক্ষা পর্ষদের অফিসে, যার শাখা রাজ্যের মাত্র ৪ টি জায়গা- কলকাতা, মেদিনীপুর, বর্ধমান ও শিলিগুড়িতে অবস্থিত। তাই এতো বড় রাজ্যের কোটি কোটি মানুষের মধ্যে, কারোর উচ্চমাধ্যমিকের জরুরী কাগজপত্রগুলির সংশোধন কিংবা হারিয়ে গেলে, মাত্র এই চারটি অফিসে গিয়ে সমাধানের আবেদন করতে হত- এবার এই সমস্যার সমাধান নিয়ে এল সংসদ।

শিক্ষার খবর : চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে গেল, এবার থেকে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক!

কোথায় মিলবে এই পরিষেবা?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, https://wbchseapp.wb.gov.in -এই ওয়েবসাইটে একটি নতুন অপশন যুক্ত করা হবে আগামী ১লা সেপ্টেম্বর থেকে। সেখানেই আবেদনকারীদের আবেদনের সুযোগ দেওয়ার হবে। সেইসাথে জানানো হয়েছে, নতুন পোর্টালটি চালু হলে, বর্তমানে চলা অফলাইনের মাধ্যমে আবেদন জানানোর প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।

সরকারি খবর : রাজ্যের নিজস্ব রাজ্যসঙ্গীত তৈরির ভাবনা, বিধানসভায় পাশ করা হবে নতুন আইন।

কি কি পরিষেবা পাওয়া যাবে?

শিক্ষা পর্ষদ জানিয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী ব্যক্তি মূলত- ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশীট, ডুপ্লিকেট মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেটে কোনও ভুল থাকলে, সহজেই নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্টটির সংশোধনের আবেদনও জানাতে পারবেন।

স্কলারশিপ : এই স্কলারশিপে একবার আবেদন করে মিলবে প্রতিবছর টাকা, ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment