LIC HFL Vidyadhan Scholarship: এই স্কলারশিপে একবার আবেদন করে মিলবে প্রতিবছর টাকা, ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

LIC HFL Vidyadhan Scholarship 2023: মেধাবী অথচ গরিব-দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের জন্য দেশের সরকারি ও বেসরকারি সংস্থার তরফে প্রতিবছর একাধিক স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই প্রোগ্রামগুলিতে যুক্ত থাকায় দেশের প্রচুর শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন। আজকের আলোচিত স্কলারশিপটির নাম LIC HFL Vidyadhan Scholarship -আমাদের সকলেরই অত্যন্ত পরিচিত সংস্থা LIC দ্বারা প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপটি সকল মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রদান করা হলেও, মূলত মেয়ে, বিকলাঙ্গ ও অনাথ শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে উৎসাহ প্রদান করে থাকে।

LIC HFL Vidyadhan Scholarship পাওয়ার যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীদের যোগ্যতা হতে হবে নিম্নরূপ :

১) সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয়/ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় -এ পাঠরত এই বছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ওঠা বা উচ্চমাধ্যমিক পাশ করে ন্যূনতম তিন বছরের স্নাতক কোর্সে ভর্তি হওয়া বা স্নাতক সম্পূর্ণ করে এইবছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়া সকল বিভাগের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে।

২) বিগত বছরের পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদনযোগ্য।

৩) পরিবারের বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ৩.৬ লক্ষ টাকার মধ্যে।

LIC HFL Vidyadhan Scholarship এর আর্থিক সাহায্যের পরিমাণ

LIC HFL Vidyadhan Scholarship -এ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের আর্থিক সাহায্যের পরিমাণ বিভিন্নরকম হয়ে থাকে।

শ্রেণী বৃত্তির পরিমাণ 
মাধ্যমিক পাশ করে ক্লাস 11 এর শিক্ষার্থীরা 15,000 টাকা করে 2 বছর
উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক কোর্সের প্রথম বর্ষের ছাত্রেরা 25,000 টাকা করে 3 বছর
স্নাতক পাশ করে স্নাতকোত্তর কোর্সের প্রথম বর্ষের ছাত্রেরা 20,000 টাকা করে 2 বছর

আরেকটি স্কলারশিপ : প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে আবেদন করে পাওয়া যাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা, শেষ তারিখ বাড়ানো হল।

কিভাবে করা যাবে আবেদন?

১) প্রার্থীদের প্রথমে Buddy4Study.Com ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর,

২) লগইন করে Scholarship অপশনে ক্লিক করে, “LIC HFL Vidyadhan Scholarship 2023” এখানে ক্লিক করতে হবে।

৩) তারপর, শ্রেণী অনুসারে আবেদন করার অপশন দেখা যাবে, যে যেই শ্রেণীতে পড়ছে, সে সেই অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবে।

**নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন জানানো যাবে।

আবেদনের সময় যেসব ডকুমেন্টস লাগবে

LIC HFL Vidyadhan Scholarship -এ আবেদন করতে নীচের ডকুমেন্টগুলি JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

১) সাম্প্রতিক কালের পাশপোর্ট সাইজের ফটো

২) বিগত শ্রেণীর মার্কশীট (2022-23 সালের)

৩) বর্তমান পাঠরত শ্রেণীর প্রমাণপত্র (Fee Receipt/Admission Letter/Institution ID Card/Bonafide Certificate) (2023-24)

৪) আধার কার্ড

৫) ব্যাঙ্কের পাশ বই অথবা ক্যানসেল চেক (গ্রামীণ কিংবা কো-অপারেটিভ ব্যাঙ্ক বাদে)

৬) সরকারি ইনকাম সার্টিফিকেট।

৭) পারিবারিক/নিজের সমস্যার প্রমাণ (যদি থাকে)

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

আবেদন শেষ : ৩০.০৯.২০২৩
রেজিস্ট্রেশন লিঙ্ক : Register Now 
আবেদন করার লিঙ্ক : Apply Now 

এটিও পড়ুন : এই স্কলারশিপে যেকোনো শ্রেণীর শিক্ষার্থীরাই করতে পারবে আবেদন, সর্বোচ্চ ৭৫ হাজার টাকার বৃত্তি মিলবে।

বিবেকান্দ স্কলারশিপ : রাজ্যে শুরু হয়ে গেলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন।

নবান্ন স্কলারশিপ : নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন, প্রত্যেকে পাবে ১০০০০ টাকা!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment