চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে গেল, এবার থেকে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক! -WBCHSE HS Exam

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WBCHSE HS Exam: রাজ্যের শিক্ষা ক্ষেত্রে হতে চলেছে আমূল পরিবর্তন। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে নতুন পদ্ধতি, এবিষয়ে খোলসা করে জানিয়েছেন রাজ্যের উচ্চমাধ্যমিক বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচাৰ্য। তিনি সাংবাদিক সম্মেলনে রাজ্যে নতুন চালু হওয়া শিক্ষানীতি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, “২০২৪ সালে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, ২০২৬-এ তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। এদের একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক— দু’টি পরীক্ষাই সেমিস্টার পদ্ধতিতে দিতে হবে।”

অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, যেসমস্ত ছাত্রছাত্রীরা এইবছর ক্লাস 10 এ পড়ছে এবং ২০২৪ সালে মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা সেমিস্টার পদ্ধতিতে ক্লাস 11 এর পরীক্ষা দেবে এবং সেখানে পাশ করে যখন তারা ক্লাস 12 এ উঠবে, তখন তারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ করবে।

চাকরির খবর : রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে একাধিক গ্রুপ D স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে।

সেমিস্টার পরীক্ষার নিয়ম

যারা ২০২৪ সালে ক্লাস 11 এ উঠবে, তাদের ২০২৪ এর নভেম্বর মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে এবং ২০২৫ এর মার্চ মাসে দ্বিতীয় অর্থাৎ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষায় শুধুমাত্র MCQ টাইপ প্রশ্ন থাকবে, পরীক্ষা হবে OMR শীটের মাধ্যমে। দ্বিতীয় অর্থাৎ ফাইনাল সেমিস্টারে খাতায়-কলমে লিখিত পরীক্ষা হবে। এই দু’টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই পরীক্ষার্থীদের বার্ষিক মার্কশীট প্রদান করা হবে। একইরকমভাবে, তারা যখন ২০২৫ সালে পাশ করে ক্লাস 12 এ উঠবে, তখন একই পদ্ধতিতে তাদেরকে পরীক্ষা দিতে হবে।

পরীক্ষার সিলেবাসেও কি পরিবর্তন?

এ’বিষয়ে এখনও কোনো আভাস পাওয়া যায়নি পর্ষদের তরফে। তবে যদি নতুন ধরণের এই নিয়ম লাগু হয়, তাহলে আগামীতে সিলেবাসের খানিকটা পরিবর্তন হওয়াটা অপ্রত্যাশিত হবে না।

এবছর যারা ক্লাস 11/12 এ পড়ছে তাদের ক্ষেত্রে কোনো নিয়ম রয়েছে?

না। যেমনটা হয়ে আসছে, তেমনভাবেই সবকিছু হবে। তাদের ক্ষেত্রে, একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পুরোনো নিয়ম মেনেই দেবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রের প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি (National Education Policy) গৃহীত এবং লাগু হয়েছে। কিন্তু এ রাজ্যে সেরকমটা হবেনা বলে, কিছুদিন আগেই রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। তবে দেশের বিভিন্ন মেধাভিত্তিক পরীক্ষায় এরাজ্যের ছেলে-মেয়েরা যেন পিছিয়ে না যায়, সেবিষয়ের কথা মাথায় রেখেই রাজ্যে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

আরেকটি চাকরি : কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক যোগ্যতায় ৩৩৮ টি শূন্যপদে নিয়োগ চলছে।

মক টেস্ট : বলতে পারবেন, কে দিল্লীতে জামা মসজিদ তৈরি করেছিলেন?

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment