রাজ্যের নিজস্ব রাজ্যসঙ্গীত তৈরির ভাবনা, বিধানসভায় পাশ করা হবে নতুন আইন -WB State Song Proposal

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB State Song Proposal: রাজ্যে চালু হবে নিজস্ব “রাজ্য সংগীত” এই মর্মে বিধানসভায় প্রস্তাব পেশের ভাবনার কথা শোনা যাচ্ছে। আগে থেকেই শোনা যাচ্ছিল প্রতিবছর পয়লা বৈশাখ এ রাজ্যে শুরু করা হতে পারে “পশ্চিমবঙ্গ দিবস” পালন। বিধানসভা স্পিকার নিযুক্ত কমিটি এই নিয়ে একটি বিল পেশেরও ইঙ্গিত দিয়েছে। খুব সম্ভবত, আগামীদিনে সেটি বিধানসভায় পাশও হয়ে যাবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের নিজস্ব রাজ্য সঙ্গীত প্রকাশের ভাবনা সেটিকে নতুন আঙ্গিকে এনে দিয়েছে।

এখন প্রশ্ন হল, কোন গানকে “রাজ্য সংগীত” হিসেবে চাইছে সরকার? এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো খবর না থাকলেও জানা যাচ্ছে, বেশ কয়েকটি গান ইতিমধ্যেই বাছাই করা হয়েছে, সেগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে এমন একটি গানকে, যেটির সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মার সম্পর্ক সম্পূর্ণরূপে প্রকাশ পায়, আর সেটিই হবে “রাজ্য সংগীত।”

এটিও পড়ুন: এবার ১৪৫ কোটির স্কলারশিপ দুর্নীতিতে যুক্ত পশ্চিমবঙ্গ, সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রের।

আপাত দৃষ্টিতে বিষয়টি বিতর্কিত বলে মনে হলেও, বিষয়টি সেভাবে দেখতে রাজি নন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার কথায়, “অন্যান্য রাজ্যেও প্রচলিত আছে সেই রাজ্যের নিজস্ব রাজ্য সংগীত, কিন্তু পশ্চিমবঙ্গে এমনটা নেই, তাই যদি পশ্চিমবঙ্গের জন্য নতুন কোনো “রাজ্য সংগীত” তৈরি করা হয়- সেবিষয়ে বিতর্কের কিছু নেই, বরং বেশ ভালোই হবে।”

উল্লেখ্য, দেশের আঙ্গিকে একটিই সংগীত “জন গণ মন” সমগ্র দেশে জাতীয় সংগীত হিসেবে প্রযোজ্য হলেও, বেশ কিছু রাজ্যে যেমন, ছত্তীসগঢ়, গুজরাট, কর্নাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পন্ডিচেরী, উত্তরাখণ্ড, এমনকি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলিতেও- আসাম, বিহার ও ওড়িশায় “রাজ্য সঙ্গীতের” প্রচলন রয়েছে। তাদের দেখানো পথে হেঁটে, এবার পশ্চিমবঙ্গে ঠিক কোন গানকে “রাজ্য সঙ্গীত” হিসেবে বেছে নেওয়া হয়- সেটাই দেখার বিষয়।

চাকরির খবর : ভারতীয় নৌসেনায় গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন।

Quiz Test : বলুন দেখি, ভারতের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত যুক্ত রয়েছে?

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment