কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক যোগ্যতায় ৩৩৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, সরাসরি অনলাইনে আবেদন করুন। -Northern Coalfields Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Northern Coalfields Recruitment 2023: Northern Coalfields Limited, কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইট একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে তারা ভারতের তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের HEMM Operator (Trainee) এর অন্তর্ভুক্ত বিভিন্ন শূন্যপদে আবেদনের জন্য আহ্বান জানাচ্ছে। আগামী ৩১.০৯.২০২৩ পর্যন্ত চলা এই অনলাইন আবেদনের মাধ্যমে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তারই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব।

নিয়োগকারী সংস্থা Northern Coalfields Limited
Advertisement no. NCL/SING /PD/Direct-Recruitment /2023-24/538
অফিসিয়াল ওয়েবসাইট nclcil.in
মোট শূন্যপদ  ৩৩৮ টি।
আবেদন শুরু ০৯.০৮.২০২৩
আবেদন শেষ ৩১.০৮.২০২৩

পদের নাম

মোট ৭ টি পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা, সেগুলি হল-

  1. Shovel Operator (Trainee)
  2. Dumper Operator (Trainee)
  3. Surface Miner Operator (Trainee)
  4. Dozer Operator (Trainee)
  5. Grader Operator (Trainee)
  6. Pay Loader Operator (Trainee)
  7. Crane Operator (Trainee)

মোট শূন্যপদ : ৩৩৮ টি।

Northern Coalfields vacancy 2023

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে ভারী গাড়ি চালানোর/ট্র্যান্সপোর্ট লাইসেন্স থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ৩১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের দৈনিক ১৫০২.৬৬ টাকা করে, অর্থাৎ মাসে ৪৫০০০+ টাকা বেতন পাবেন।

চাকরির খবর : রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে একাধিক গ্রুপ D স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে।

নিয়োগ পদ্ধতি

উপরিউক্ত শূন্যপদগুলিতে প্রার্থীদের লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। পরীক্ষা দিতে হবে কপিউটারের মাধ্যমে। মেরিটে বাছাই হওয়া প্রার্থীদের প্রথমে ৩ বছরের ট্রেনিং দেওয়া হবে, তারপর ট্রেনিং শেষে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

উপরের সবকয়টি শূন্যপদে আবেদন করতে প্রার্থীদের অনলাইন আবেদন পদ্ধতি অবলম্বন করতে হবে। এর জন্য-

  1. চাকরিপ্রার্থীদের প্রথমে নিয়োকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://cdn.digialm.com/ এ ভিজিট করতে হবে। তারপর,
  2. Registration লিংকে ক্লিক করে, নাম, মোবাইল নম্বর ও ই-মেল ID ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  3. তারপর, Login করে সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  4. সবশেষে, আবেদন ফি জমা দিয়ে, ফর্মটির প্রিন্ট আউট কিংবা PDF ফাইল সেভ করে রাখতে হবে।

আবেদন ফি

উল্লেখ্য সবগুলি পদে আবেদনের জন্য Gen/OBC/ EWS প্রার্থীদের মোট ১১৮০ টাকা জমা দিতে হবে, তবে SC/ST/ESM/Departmental প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
আবেদনের লিংক :  Apply Now 

আরেকটি চাকরি : ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

মক টেস্ট : জানেন কি, সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment