রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে একাধিক গ্রুপ D স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে। -Suryadaya Children Home Recruitment

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Suryadaya Children Home Recruitment: রাজ্যের সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এতে উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত একটি আবাসিকে একাধিক শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগে আগামী ৩১.০৮.২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে আগত প্রার্থীরাই নিম্নোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারবে। তবে একজন চাকরিপ্রার্থী কেবল একটি পদের জন্যই আবেদনযোগ্য। আসুন দেখে নিই, কোন কোন পদে কিভাবে আবেদন করা যাবে।

নিয়োগকারী সংস্থা Office of the DM & Collector, Raiganj, Uttar Dinajpur
Advertisement no. 1064/DM/SW/UD/Recruitment
অফিসিয়াল ওয়েবসাইট www.apply.suryodayadds.in/
মোট শূন্যপদ  ১৭ টি।
আবেদন শুরু ০৩.০৮.২০২৩
আবেদন শেষ ৩১.০৮.২০২৩

পদের নাম

Home Keeper

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০২.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।

পদের নাম

Night Watchman

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০২.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।

চাকরির খবর : পশ্চিমবঙ্গের ২১ টি জেলার শিশু সুরক্ষা বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, সকলেই করতে পারবেন আবেদন।

পদের নাম

Store Keeper

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে কমার্স শাখায় উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে কম্পিউটার জানা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০২.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৮,৫৩৬ টাকা।

পদের নাম

Cook

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে রান্নায় অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০২.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।

পদের নাম

House Mother/Father

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ন হলে আবেদনযোগ্য। তবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০২.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৪,৫৬৪ টাকা।

আরেকটি চাকরি : ভারত সরকারের খনি মন্ত্রণালয়ে গ্রুপ C পদে চাকরি, সকল যোগ্য প্রার্থীদের জন্য বিরাট সুযোগ!

পদের নাম

Para Medical Staff

মোট শূন্যপদ : ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে Nursing কিংবা Pharmacy বিষয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০২.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।

**অন্যান্য সকল শূন্যপদগুলির সম্পর্কে বিশদে জানতে নীচে দেওয়া বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়ুন। 

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা
  2. কম্পিউটার টেস্ট (যেখানে দরকার)
  3. ইন্টারভিউ

আবেদন পদ্ধতি

উপরের সবকয়টি শূন্যপদে আবেদন করতে প্রার্থীদের অনলাইন আবেদন পদ্ধতি অবলম্বন করতে হবে। এর জন্য-

  1. চাকরিপ্রার্থীদের প্রথমে নিয়োকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.apply.suryodayadds.in/form এ ভিজিট করতে হবে। তারপর,
  2. সেখানে একটি ফর্ম খুলে যাবে, ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করার পর, যাবতীয় ডকুমেন্টস আপলোড রে করে Submit Application অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
  3. আবেদন শেষে ফর্মটির প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে, যা পরবর্তীতে কাজে লাগবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
আবেদনের লিংক :  Apply Now 

চাকরির খবর : ইসরোতে প্রচুর Group C ও Group D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন।

আরেকটি চাকরি : ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment