বলতে পারবেন, কে দিল্লীতে জামা মসজিদ তৈরি করেছিলেন? -General Knowledge Questions & Answers

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য General Knowledge Questions & Answers এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন কারণ এগুলি বর্তমান বিষয়, ঐতিহাসিক ঘটনা এবং আর্থ-সামাজিক প্রবণতা সম্পর্কে প্রার্থীর সচেতনতা মূল্যায়ন করে। General Knowledge সমালোচনামূলক চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়, সরকার, অর্থ এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ। এটি সামগ্রিক উন্নয়নকেও উৎসাহিত করে, যোগাযোগ দক্ষতাকে সমৃদ্ধ করে এবং আত্মবিশ্বাস বাড়ায়, প্রার্থীদের একটি বৈচিত্র্যময় এবং গতিশীল পেশাদার ল্যান্ডস্কেপে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য একটি প্রতিযোগিতামূলক প্রান্ত প্রদান করে। আজকের প্রতিবেদনে আমরা আসন্ন WBPSC, WBP, Rail, SSC এর মতন পরীক্ষা গুলোতে আসা প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক?

ক. সিসা।

খ. ক্যাডমিয়ান।

গ. নিকেল।

ঘ. তামা।

View Answer

উঃ সিসা।

২) পিসিকালচার বলতে কি বোঝায়?

ক. মৎস্য চাষ।

খ. উদ্যান পালন।

গ. হাঁস মুরগি পালন।

ঘ. মৌমাছি পালন।

View Answer

উঃ মৎস্য চাষ।

৩) শিক্ষিতের হার সর্বোচ্চ ভারতের কোন রাজ্যে?

ক. মহারাষ্ট্র।

খ. কেরল।

গ. গোয়া।

ঘ. তামিলনাড়ু।

View Answer

উঃ কেরল।

৪) কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিট প্রচলন করেন?

ক. লর্ড ডালহৌসি।

খ. লর্ড কার্জন।

গ. রবার্ট ক্লাইভ।

ঘ.

View Answer

উঃ লর্ড ডালহৌসি

৫) লাইট ইয়ার কিসের ইউনিট?

ক. আলোর ঘনত্ব।

খ. সময়।

গ. দূরত্ব।

ঘ.

View Answer

উঃ দূরত্ব

চাকরির খবর : রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে একাধিক গ্রুপ D স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে।

৬) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

ক. ৮ মিনিট।

খ. ৭ মিনিট ১০ সেকেন্ড।

গ. ৮ মিনিট ১০ সেকেন্ড।

ঘ.

View Answer

উঃ

৭) সালোকসংশ্লেষে আলোকশক্তি কিসে রূপান্তর ঘটে?

ক. শব্দশক্তি।

খ. রাসায়নিক শক্তি।

গ. তাপশক্তি।

ঘ. তড়িৎশক্তি।

View Answer

উঃ রাসায়নিক শক্তি

৮) নিম্নের কোন নীতির উপর মহাকাশে একটি রকেট কাজ করে?

ক. ভর সংরক্ষণ নীতি।

খ. ভরবেগের সংরক্ষণ নীতি।

গ. দ্রুতির সংরক্ষণ নীতি।

ঘ.

View Answer

উঃ ভরবেগের সংরক্ষণ নীতি

৯) সবচেয়ে মিষ্টি দুধ যুক্ত প্রানী হল-

ক. হরিণ।

খ. গোরু।

গ. ছাগল।

ঘ.

View Answer

উঃ

১০) কে দিল্লীতে জামা মসজিদ তৈরি করেছিলেন?

ক. আকবর।

খ. জাহাঙ্গীর।

গ. ঔরঙ্গজেব।

ঘ. শাহজাহান।

View Answer

উঃ শাহজাহান

আরেকটি চাকরি : কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক যোগ্যতায় ৩৩৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, সরাসরি অনলাইনে আবেদন করুন।

মক টেস্ট : জানেন কি, সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment