WB State Educational Policy 2023: কেন্দ্রীয় শিক্ষানীতিকে অমান্য করে, রাজ্যে চালু নতুন শিক্ষানীতি, আনা হল বিরাট পরিবর্তন!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB State Educational Policy 2023: কেন্দ্রীয় শিক্ষানীতিকে বাইপাস করে, রাজ্যে প্রকাশিত হল “রাজ্য শিক্ষানীতির খসড়া” যা রাজ্য সরকারি ও রাজ্য সরকার পোষিত বিদ্যালয়গুলিতে আগামী ৩ বছরের মধ্যে ধাপে ধাপে লাগু করা হবে। গত ৭ আগষ্ট রাজ্যের মন্ত্রিপরিষদে এবিষয়ে সহমতির শীলমোহর পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল- এর জন্য গত এপ্রিল মাসেই রাজ্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে, যাদের দায়িত্ব ছিল সম্পূর্ণ দেশ এবং বিশেষ কিছু রাজ্যে কি ধরণের শিক্ষানীতি রয়েছে, তার পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য, গত ২০২০ সালে কেন্দ্রীয় সরকার চালু করে একটি নতুন শিক্ষা নীতি, যেখানে ৫+৩+৩+৪ অনুসারে বিদ্যালয়ে পড়াশোনার নতুন নিয়ম জারি করা হয়।

৫+৩+৩+৪ এর মানে কি?

প্রথমেই বলে রাখি-  এখানে “৫+৩+৩+৪” আসলে সবকটিই বছরের হিসেব, অর্থাৎ, ৫ বছর + ৩ বছর + ৩ বছর + ৪ বছর। এবার আসুন সহজভাবে পুরোটা বোঝার চেষ্টা করি –

প্রথম ৫ : এখানে ৫ বছরের মধ্যে প্রথম ৩ বছর শিক্ষার্থীদের খেলার ছলে প্রাথমিক শিক্ষা দেওয়া হবে আর তারপর বাকি ২ বছরে তারা প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর পড়াশোনা সম্পূর্ণ করবে। এই পর্যায়ে শিক্ষার্থীদের বয়স হবে ৩ থেকে ৮ বছরের মধ্যে।

প্রথম ৩ : ক্লাস ৩ থেকে ক্লাস ৫ পর্যন্ত, এই তিন বছর ছাত্রছাত্রীদের নতুন সিলেবাসে বিশেষ শিক্ষা দেওয়া হবে।

দ্বিতীয় ৩ : ক্লাস ৬ থেকে ক্লাস ৮ পর্যন্ত, এই তিন বছর ছাত্রছাত্রীদের বিশেষভাবে ভাগ করে শিক্ষা দেওয়া হবে।

শেষের ৪ : ক্লাস ৯ থেকে ক্লাস ১২ পর্যন্ত, এই চার বছরকে আলাদা রাখা হবে, এখানেও পুরোনো সিলেবাসের এবং পরীক্ষার ধরণের অবলুপ্তি ঘটিয়ে নতুনভাবে শিক্ষা দেওয়া হবে।

এটিও পড়ুন : চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে গেল, এবার থেকে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক!

রাজ্যের প্রকাশিত শিক্ষা নীতি

রাজ্য এই শিক্ষানীতির বিরোধিতা করে পুরোনো পদ্ধতি অর্থাৎ ৫+৪+২+২ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে, তবে ক্লাস ৮ থেকে ক্লাস ১২ পর্যন্ত পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ভাবা হয়েছে। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৫ সাল থেকে নতুন সেমিস্টার পদ্ধতিতে ক্লাস ১১ ও ১২ এর পরীক্ষা চালুর কথা জানিয়েছে। এবার ক্লাস ৮ থেকে ক্লাস ১০ পর্যন্তও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হল, যা আগামী ৩ বছরের মধ্যে ধাপে ধাপে চালু হয়ে যাবে।

এছাড়াও, রাজ্য শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ৫ থেকে ৮ পর্যন্ত ছাত্রছাত্রীদের মোট ৩ টি ভাষা শিখতে হবে, যেমন বাংলা মিডিয়াম স্কুলে বাংলা+ইংরেজি+অন্য কোনো একটি, আবার ইংরেজি মাধ্যমে স্কুলে, ইংরেজি+অন্য আরও দুটি। সেরকমই হিন্দি, উর্দু ভাষাও থাকবে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় ভাষা হিসেবে।

আরেকটি খবর : হারানো অ্যাডমিট-মার্কশীট ফেরৎ কিংবা ভুল সংশোধন এবার নতুন নিয়মে, পাবেন ঘরে বসেই!

তবে, এই নতুন নিয়ম পুরোপুরি লাগু না হওয়া পর্যন্ত, কিছুটা অস্পষ্টতা থেকেই যাবে। তাই ঠিক কোন কোন পর্যায়ে পরিবর্তন আসে, তার জন্য আগামী ৩ বছর পর্যন্ত সকলকেই অপেক্ষা করতে হবে।

স্কলারশিপ : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করুন, ২ লক্ষ টাকার বৃত্তি পাবেন শিক্ষার্থীরা!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment