ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Indian Coast Guard Recruitment 2023: ইন্ডিয়ান কোস্ট গার্ড দ্বারা গত ০৪.০৮.২০২৩ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক গ্রুপ C পদে নিয়োগের খবর জানানো হয়েছে। এতে যেকোনো ভারতীয় যোগ্য চাকরিপ্রার্থীই আগামী ০৪.০৯.২০২৩ এর মধ্যে অফলাইনে আবেদন জানাতে পারবেন। তাই আজকের এই লেখনিতে আমরা জেনে নেবো, কোন যোগ্যতায়, কোন কোন পদে, কিভাবে আবেদন করা যাবে।

নিয়োগকারী সংস্থা HEADQUARTERS, COAST GUARD REGION (WEST)
Advertisement no. CGRHQ(W)/01/2023
অফিসিয়াল ওয়েবসাইট www.indiancoastguard.gov.in
মোট শূন্যপদ  ৩১ টি।
আবেদন শুরু ০৫.০৮.২০২৩
আবেদন শেষ ০৪.০৯.২০২৩

পদের নাম

Civilian Motor Transport Driver

মোট শূন্যপদ : ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।

অন্যান্য যোগ্যতা : ভারী এবং হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং গাড়ির mechanism সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 2 অনুসারে মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।

পদের নাম

Unskilled Labourer

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 1 অনুসারে মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।

চাকরির খবর : রাজ্য সরকারি স্কুলে ক্লার্ক ও টিচার পদে স্থায়ী নিয়োগ, আবেদন করার জন্য বিস্তারিত জানুন।

পদের নাম

MTS (Peon)

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।

অন্যান্য যোগ্যতা : অফিস এটেন্ডেন্ট হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 1 অনুসারে মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।

পদের নাম

MTS (Sweeper)

মোট শূন্যপদ : ২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।

অন্যান্য যোগ্যতা : উল্লেখ্য পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 1 অনুসারে মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।

** আরও কয়েকটি পদে নিয়োগ করা হবে, বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ে নিন। 

চাকরির খবর : স্বাস্থ্য দপ্তরে ১৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, অনলাইনে করুন আবেদন। 

নিয়োগ পদ্ধতি

  1. ডকুমেন্ট ভেরিফিকেশন ও
  2. লিখিত পরীক্ষা

আবেদন পদ্ধতি

উল্লেখ্য সবকয়টি পদের জন্য সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য-

  1. প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থাকা আবেদন ফর্মটির প্রিন্ট আউট বের করে, সেটিকে ফিলাপ করতে হবে। তারপর,
  2. নিজের সম্প্রতি তোলা দুই কপি ফটো এবং বিজ্ঞপ্তিতে চাওয়া যাবতীয় ডকুমেন্টস জেরক্স করে সেল্ফ এটেস্টেড করতে হবে। তারপর,
  3. একটি মুখবন্ধ খামের ওপর, “APPLICATION FOR THE POST OF ________ AGAINST RECRUITMENT NOTIFICATION NO. CGRHQ(W)/01/2023” এবং নিজের কাস্ট ক্যাটাগরি এর নাম লিখতে হবে।
  4. আরেকটি ফাঁকা খামের ওপর ৫০ টাকার স্ট্যাম্প মেরে, তাতে নিজের এড্রেস লিখে ওই খামের ভিতরে ঢুকিয়ে দিতে হবে।
  5. সবশেষে আবেদনপত্রটি সাধারণ পোস্টের মাধ্যমে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

** মনে রেখো চিঠিটি আগামী ০৪.০৯.২০২৩ এর মধ্যেই পৌঁছাতে হবে।

আবেদনের ঠিকানা

Headquarters
Coast Guard Region (West)
Worli Sea Face PO. Worli Colony
Mumbai – 400 030

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read & Apply Now

আরেকটি চাকরি : রামকৃষ্ণ মিশন স্কুলে Group-D স্টাফ ও শিক্ষক পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment