ভারত সরকারের খনি মন্ত্রণালয়ে গ্রুপ C পদে চাকরি, সকল যোগ্য প্রার্থীদের জন্য বিরাট সুযোগ! -MECL Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

MECL Recruitment 2023 : Ministry of Mines, Government of India এর অন্তর্ভুক্ত সংস্থা Mineral Exploration & Consultancy Limited (MECL) এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে ৯৪ টি শূন্যপদে Executive & Non- Executive নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার তরফে আগামী ২০.০৯.২০২৩ পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ করা হবে, পশ্চিমবঙ্গের সকল যোগ্য প্রার্থীরা এতে আবেদন জানাতে পারবেন। এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা আবেদনের পদ্ধতি সহ অন্যান্য যাবতীয় বিষয়গুলি জেনে নেব।

নিয়োগকারী সংস্থা Mineral Exploration & Consultancy Limited (MECL)
Advertisement no. 02/Rectt. /2023
অফিসিয়াল ওয়েবসাইট mecl.co.in
মোট শূন্যপদ  ৯৪ টি।
আবেদন শুরু ২১.০৮.২০২৩
আবেদন শেষ ২০.০৯.২০২৩

পদের নাম

Technician (Survey & Draftsman)

মোট শূন্যপদ : ৬ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI সহ ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,২০০ টাকা থেকে ৪৯,৩০০ টাকার মধ্যে।

পদের নাম

Electrician

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI সহ ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা এবং Wireman হিসেবে সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,২০০ টাকা থেকে ৪৯,৩০০ টাকার মধ্যে।

চাকরির খবর : পশ্চিমবঙ্গের ২১ টি জেলার শিশু সুরক্ষা বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, সকলেই করতে পারবেন আবেদন।

পদের নাম

Assistant (HR)

মোট শূন্যপদ : ৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে BA/B. Com/B.Sc./BBA/ BBM/BSW উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারে টাইপ করতে জানা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,২০০ টাকা থেকে ৪৯,৩০০ টাকার মধ্যে।

পদের নাম

Technician (Sampling)

মোট শূন্যপদ : ১০ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে B.Sc উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে Drill Core/Mine Sampling -এ ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,২০০ টাকা থেকে ৪৯,৩০০ টাকার মধ্যে।

আরেকটি চাকরি : রাজ্যে ১৫৮২ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ, অষ্টম ও দশম পাশে আবেদন করুন।

পদের নাম

Technician (Laboratory)

মোট শূন্যপদ : ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে Chemistry/Physics/ Geology বিষয়ে B.Sc উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে Chemical/ Petrological/Mineralogical -এ ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,২০০ টাকা থেকে ৪৯,৩০০ টাকার মধ্যে।

পদের নাম

Assistant (Accounts)

মোট শূন্যপদ : ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে B.Com. উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা এবং Tally software এর কাজ জানা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,২০০ টাকা থেকে ৪৯,৩০০ টাকার মধ্যে।

**অন্যান্য সকল শূন্যপদগুলির সম্পর্কে বিশদে জানতে নীচে দেওয়া বিজ্ঞপ্তি দুটি পড়ুন। 

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা
  2. স্কিল টেস্ট/ট্রেড টেস্ট
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. মেডিক্যাল টেস্ট

আবেদন পদ্ধতি

  1. চাকরিপ্রার্থীদের প্রথমে MECL এর অফিসিয়াল ওয়েবসাইট mecl.co.in এ ভিজিট করতে হবে। তারপর,
  2. “CAREER→Advertisement Notices & Results” অপশনে ক্লিক করতে হবে।
  3. তারপর, রেজিস্ট্রেশন সম্পন্ন করে Login করে ফর্ম ফিলাপ করতে হবে।
  4. ফর্ম ফিলাপ সম্পন্ন হলে, ডকুমেন্টস আপলোড এবং আবেদন ফি জমা দিতে হবে।
  5. সবশেষে ফর্মটির প্রিন্ট আউট কিংবা PDF ফরম্যাটে সেভ করে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি (Executive ) Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি (Non- Executive) :
Read Now
আবেদনের লিংক : (২১.০৮.২০২৩ থেকে) Apply Now 

চাকরির খবরপশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, এক্ষুনি করে ফেলুন আবেদন।

মক টেস্ট :  বলুন তো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? জেনে নিন এরকমই ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment