ISRO Group C & D Recruiment: সতীশ ধাওয়ান স্পেস সেন্টার হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর রকেট এবং স্যাটেলাইট লঞ্চ করার মুখ্য স্থান। বর্তমানে এই সংস্থায় কর্মী নিয়োগ চলছে। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে বিভিন্ন বিভাগে মোট ৫৬ টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। তবে আবেদন করার আগে জানতে হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব।
নিয়োগকারী সংস্থা | Satish Dhawan Space Centre (SDSC) |
Advertisement no. | SDSC SHAR/RMT/04/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.shar.gov.in/ |
মোট শূন্যপদ | ৫৬ টি। |
আবেদন শুরু | ০৪.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২৪.০৮.২০২৩ |
পদের নাম
Fireman ‘A’
মোট শূন্যপদ : ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।
অন্যান্য যোগ্যতা : শারীরিক দিক থেকে ফিট থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৪.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 2 অনুসারে মাসিক বেতন হবে ২৮,২৫৮ টাকা।
পদের নাম
Driver ‘A’
মোট শূন্যপদ : ২৭ টি। (হালকা বাহন – ১৩ টি ও ভারী বাহন- ১৪ টি)
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।
অন্যান্য যোগ্যতা : বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা বাহনের জন্য ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং ভারী বাহনের জন্য ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা, যেখানে ৩ বছরের ভারী বাহন চালানোর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৪.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 2 অনুসারে মাসিক বেতন হবে ২৮,২৫৮ টাকা।
পদের নাম
Cook
মোট শূন্যপদ : ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।
অন্যান্য যোগ্যতা : ন্যূনতম ৫ বছরের রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৪.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 2 অনুসারে মাসিক বেতন হবে ২৮,২৫৮ টাকা।
পদের নাম
Assistant (Rajbasha)
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৪.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 4 অনুসারে মাসিক বেতন হবে ৩৬,২১০ টাকা।
অন্যান্য চাকরি : পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন।
পদের নাম
Nurse-B
মোট শূন্যপদ : ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৩ বছরের নার্সিং কোর্স করে থাকলে আবেদন করতে পারেন।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২৪.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের Level- 7 অনুসারে মাসিক বেতন হবে ৬৩,৭৫৮ টাকা।
** এছাড়াও Catering Supervisor, Pharmacist, Radiographer, Lab Technician পদেও নিয়োগ চলছে। আপনি যদি সংশ্লিষ্ট বিভাগে যোগ্যতাসম্পন্ন হয়ে থাকেন, তবে নিচে দেওয়া বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য জেনে নিন।
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা ও
- স্কিল টেস্ট
পরীক্ষার স্থান
দেশের মোট ২৩ টি স্থানে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের প্রার্থীরা আবেদনের সময় পরীক্ষা সেন্টার হিসেবে কোলকাতা সিলেক্ট করতে পারেন।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য সবকয়টি পদের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য-
- প্রথমে অফিসিয়াল সাইট https://www.shar.gov.in/ -তে যেতে হবে এবং মেনুতে থাকা Careers অপশনে ক্লিক করতে হবে।
- তারপর Click Here অপশনে ক্লিক করে, প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- তারপর যে পদে আবেদন করবেন সেটি বাছাই করে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে।
- সবশেষে, ডকুমেন্টস আপলোড করে, ফি জমা করতে হবে।
আবেদন ফি
প্রথমে সকলকে ৫০০ টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে, তবে লিখিত পরীক্ষায় বসার পর Women, SC/ST/ PWBD, Ex-Servicemen প্রার্থীরা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং বাকি প্রার্থীরা ৪০০ টাকা ফেরত পাবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
আবেদন ফর্ম : | Apply Now |
জিকে টেস্ট : সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, জেল পুলিশ ও ফুড SI পরীক্ষার সম্ভাব্য প্রশ্নমালা।