HDFC Parivartan Scholarship 2023: শুরু হয়ে গেল HDFC Parivartan স্কলারশিপের আবেদন গ্রহণ, এই স্কলারশিপ প্রদানকারী সংস্থা হল ভারতের সবচেয়ে বড় Private Sector Bank তথা HDFC Bank. এই ব্যাঙ্কের তরফে প্রতিবছর দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে। এই বৃত্তির প্রধান বিশেষত্ব হল, জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে যেকোনো শ্রেণীর, যেকোনো বিভাগের ছাত্রছাত্রীরাই আবেদন করে লাভবান হতে পারে। যার ফলে, প্রতিবছর অসংখ্য ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বেসরকারি স্কলারশিপ প্রদানকারী সংগঠন।
HDFC Parivartan Scholarship পাওয়ার যোগ্যতা
এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীদের যোগ্যতা হতে হবে নিম্নরূপ :
১) সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয়/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট -এ পাঠরত (ক্লাস 1 থেকে শুরু করে) সকল বিভাগের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে।
২) বিগত বছরের পরীক্ষায় ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদনযোগ্য।
৩) পরিবারের বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকার মধ্যে।
৪) গত ৩ বছরে যদি কোনো কারণে শিক্ষার্থীর আর্থিক সমস্যা চলতে থাকে, যার ফলে পরিবারের পক্ষে শিক্ষার্থীর পড়াশোনা চালানো দুর্বিষহ হয়ে উঠেছে, সেক্ষেত্রে সেইসমস্ত আবেদনকারী প্রার্থীদের প্রাধান্যতা দেওয়া হবে।
৫) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
শিক্ষার খবর : চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে গেল, এবার থেকে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক!
HDFC Parivartan Scholarship এর আর্থিক সাহায্যের পরিমাণ
HDFC Parivartan স্কলারশিপে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের আর্থিক সাহায্যের পরিমাণ বিভিন্নরকম হয়ে থাকে।
শ্রেণী/কোর্স | বৃত্তির পরিমাণ |
1 থেকে 6 | 15,000 টাকা |
7 থেকে 12 | 18,000 টাকা |
Diploma, ITI, & Polytechnic | 18,000 টাকা |
B. Com, BSc, BA, BCA, etc. | 30,000 টাকা |
B. Tech, MBBS, LLB, B Arch, Nursing | 50,000 টাকা |
M. Com, MA, etc. | 35,000 টাকা |
M. Tech, MBA, etc. | 75,000 টাকা |
কিভাবে করা যাবে আবেদন?
১) প্রার্থীদের প্রথমে Buddy4Study.Com ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর,
২) লগইন করে Scholarship অপশনে ক্লিক করে, “HDFC Bank Parivartan’s ECSS Programme 2023-24” এখানে ক্লিক করতে হবে।
৩) তারপর, শ্রেণী অনুসারে আবেদন করার অপশন দেখা যাবে, যে যেই শ্রেণীতে পড়ছে, সে সেই অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবে।
আরেকটি স্কলারশিপ : প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে আবেদন করে পাওয়া যাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা, শেষ তারিখ বাড়ানো হল।
আবেদনের সময় যেসব ডকুমেন্টস লাগবে
HDFC Parivartan Scholarship -এ আবেদন করতে নীচের ডকুমেন্টগুলি PDF অথবা JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।
১) সাম্প্রতিক কালের পাশপোর্ট সাইজের ফটো
২) বিগত শ্রেণীর মার্কশীট (2022-23 সালের)
৩) বর্তমান পাঠরত শ্রেণীর প্রমাণপত্র (Fee Receipt/Admission Letter/Institution ID Card/Bonafide Certificate) (2023-24)
৪) যেকোনো ID কার্ড (Aadhaar Card/Voter ID/Driving License)
৫) ব্যাঙ্কের পাশ বই অথবা ক্যানসেল চেক
৬) SDM/DM/CO/Tehsildar – এর দ্বারা ইস্যু করা ইনকাম সার্টিফিকেট।
৭) এফিডেভিট কপি
৮) পারিবারিক/নিজের সমস্যার প্রমাণ (যদি থাকে)
প্রশ্নঃ বিবেকানন্দ/নবান্ন স্কলারশিপে আবেদন করা ছাত্রছাত্রীরাও কি এই স্কলারশিপে আবেদনযোগ্য?
এককথায় এর উত্তর হল হ্যাঁ, যদি রাজ্যের কোনো শিক্ষার্থী সরকারি স্কলারশিপে আবেদন করে থাকে, তারাও এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
আবেদন শেষ | ৩০.০৯.২০২৩ |
রেজিস্ট্রেশন লিঙ্ক | Register Now |
আবেদন করার লিঙ্ক | Apply Now |
বিবেকান্দ স্কলারশিপ : রাজ্যে শুরু হয়ে গেলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন।
নবান্ন স্কলারশিপ : নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন, প্রত্যেকে পাবে ১০০০০ টাকা!