Swami Vivekananda Scholarship 2023-24: রাজ্যে শুরু হয়ে গেলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন, কিন্তু সবার জন্য নয়!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Swami Vivekananda Scholarship 2023-24: প্রতীক্ষার অবসান! রাজ্যে শুরু হয়ে গেলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন প্রক্রিয়া। তবে সবার জন্য এখনও পুরোপুরি আবেদন শুরু হয়নি। তাই জেনে নাও কাদের জন্য চালু হল আবেদন। যেসমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা নতুন করে আবেদন ও রিনিওয়াল করতে চাও তারা অবশ্যই জেনে নাও কিভাবে, কোন কোন শর্তে আবেদন করতে পারবে।

Swami Vivekananda Scholarship

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল পশ্চিমবঙ্গের একটি মর্যাদাপূর্ণ বৃত্তি প্রকল্প। এটি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ দ্বারা পরিচালিত হয়। মূলত, অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সমর্থন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই বৃত্তি কর্মসূচি চালু করেছিল।
বৃত্তির লক্ষ্য হল, বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণকারী যোগ্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির সুবিধা পেয়ে থাকেন।

স্কলারশিপে আবেদনের যোগ্যতা

এবছর মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকলে আবেদনযোগ্য।

একাদশ শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা ছেলে মেয়েরাও শর্তসাপেক্ষে আবেদনযোগ্য।

আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় যদি ২.৫ লক্ষ টাকার মধ্যে হয়েছে থাকে, তবে এই স্কলারশিপে আবেদন করা যায়।

বর্তমানে যাদের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে

২০২৩ সালে, অর্থাৎ সদ্য মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা আর কিছুদিনের মধ্যেই আবেদন করতে পারবে, ১৭.০৭.২০২৩ এর হিসেবে বলছি।

২০২২ সালে মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা, যারা একাদশ শ্রেণীতে বৃত্তি পেয়েছিলে, তারা যদি এবছর ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে একাদশ শ্রেণীতে পাশ করে থাকে, তবে তারা এবছরও রিনিওয়াল করে বৃত্তির সুবিধা পাবে।

চাকরির খবর : WB Recruitment: রাজ্যের ইনস্টিটিউটে একাধিক ‘গ্রুপ সি’ কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন শুরু।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) সম্প্রতি তোলা পাশপোর্ট সাইজের স্ক্যান করা ছবি।

২) সাদা কাগজে সই করা ছবি।

৩) একাদশ শ্রেণীতে ভর্তির রশিদ।

৪) ব্যাঙ্কের পাশবই এর প্রথম পৃষ্ঠা বা যেখানে IFSC কোড লেখা রয়েছে, সেখানকার স্ক্যান করা ছবি।

৫) আধার কার্ড।

৬) মার্কশীটের উভয় পাশের স্ক্যান করা ছবি।

৭) কোনো ‘A’ গ্রেড অফিসারের দ্বারা, সাম্প্রতিক এটেস্টেড করা ‘ইনকাম সার্টিফিকেট’

স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়া

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বৃত্তি প্রাপকদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ এ যেতে হবে, তারপর Registration অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে। রেজিস্ট্রেশন শেষে, রেজিস্ট্রেশন পেজটি ডাউনলোড করে নিতে হবে। তারপর, Applicant Login অপশনে ক্লিক করে, Login ID ও পাসওয়ার্ড দিয়ে Login করে, ডকুমেন্টগুলি আপলোড করতে হবে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Swami Vivekananda Scholarship Official Website

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটটি হল-  https://svmcm.wbhed.gov.in/

Swami Vivekananda Scholarship 2023 Last Date

১২.০৭.২০২৩ তারিখ থেকে চালু হওয়া এই আবেদন প্রক্রিয়ার কোনো লাস্ট জানানো হয়নি এখনও, তবে গতবছরের হিসেবে অনুযায়ী বলা যায়, আগামী ৬ মাস এই আবেদন প্রক্রিয়া চলবে।

MCQ প্রশ্ন এবং উত্তর : WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ৬

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment